India Women Wicket Keeper Batsman Richa Ghosh (Photo Credit: VVS Laxman/ Twitter)

কেপ টাউন, ২২ ফেব্রুয়ারি: ২০২৩ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Women's T20 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল ম্যাচের আগে উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) স্বীকার করে নিয়েছেন, মেগ ল্যানিং (Meg Lanning)-এর দল শক্তিশালী দল। কিন্তু একই সঙ্গে তিনি মনে করেন, অস্ট্রেলিয়াকে হারানো ভারতের হাতে রয়েছে। ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারায় অজি মহিলা দল শুধু তাই নয় গত বছর কমনওয়েলথ গেমসে ভারতকে হারিয়ে সোনা জিতেছিল অস্ট্রেলিয়া।

কিন্তু ভারতই একমাত্র দল যার কাছে ২০২১ সালে টি-টোয়েন্টির পর দু'বার হেরেছে অস্ট্রেলিয়া। এই বিষয়ে রিচা বলেন, 'আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি, এটা নয় যে আমরা তাদের হারাতে পারব না- কারণ আমরা ভারতের মাটিতে গত সিরিজে এটা করেছি এবং এর আগেও করেছি। তবে হ্যাঁ, ওরা শক্তিশালী দল, কিন্তু আমরা ওদেরও হারাতে পারি।'

যদিও নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কী কী স্ট্র্যাটেজি থাকবে, তা নিয়ে মুখ খুলতে চাননি রিচা। শুধু জানান, 'আমরা দুর্বল জায়গাগুলো লক্ষ্য করেছি এবং পরিকল্পনাও করেছি। কিন্তু আমরা যদি বলি এখানে সেই দুর্বল জায়গাগুলো, তাহলে তারা আগে থেকেই প্রস্তুত হয়ে যাবে। তাই আমি চাই না তারা এখনই কোনো কিছুর জন্য প্রস্তুত হোক এবং কোনো তথ্য পাক'।

টুর্নামেন্টে, রিচা ভারতের ফিনিশার হিসাবে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছেন এবং চার ম্যাচে মাত্র একবার আউট হয়েছেন। গত মাসে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (U19 Women's T20 World Cup) জয়ী দলের সদস্য হিসাবে তিনি দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে উন্নতি করছেন। একজন ফিনিশার হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, 'আমি শুধু বলের দিকে তাকিয়ে খেলার চেষ্টা করি। কারণ যখন আমরা মনে করি যে, বোলার একজন টপ বোলার, তখন আমরা নার্ভাস হতে শুরু করি। কিন্তু আমি সেটা চাই না।'

পুল শটের ক্ষেত্রে তাঁর দক্ষতা সম্পর্কেও বিস্তারিতভাবে জানান রিচা। 'মূলত ছোটবেলা থেকেই পুল শট আমার ফেভারিট ছিল। পুল, লফটেড এবং সব, আমি এই সব শট পছন্দ করি। কিন্তু আমি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছিলাম, তখন ওরা শর্ট বল এবং বাউন্সার দিয়ে আমাদের টার্গেট করছিল। তাই সেটা নিয়ে ভারতীয় দলের কোচ এবং রাজ্য কোচের সঙ্গে কাজ শুরু করেছি।'