আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিন। শুক্রবার ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ১৫৭ রানের লিড নিয়ে মাঠে ছাড়ে ভারতীয় মহিলা দল। দ্বিতীয় দিন শেষে দীপ্তি শর্মা (Deepti Sharma) ও পূজা বস্ত্রাকারের (Pooja Vastrakar) অপরাজিত ৭০ ও ৩৩ রানের সুবাদে ৭ উইকেটে ৩৭৬ রান তোলে ভারত। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), জেমিমা রডরিগেজ (Jemimah Rodrigue) ও রিচা ঘোষরা (Richa Ghosh) অস্ট্রেলিয়ান বোলারদের ওপর দাপট দেখিয়েছে। শেষ সেশনে যখন দীপ্তি এবং পূজা ব্যাট করতে নামেন তখন পিচের কন্ডিশনও তাঁদের কাছে বেশ নতুন। কিন্তু যখন তারা বুঝতে পারে পিচ তখন চালকের আসনে বসে ভারতকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যায় এই জুটি। এর আগে জেমিমা রডরিগেজ ও রিচা ঘোষের ১১৩ রানের জুটি আসে। Richa Ghosh Debut: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে ভারতীয় মহিলা দলে অভিষেক রিচা ঘোষের
The story behind 'Wrong Sisters' 😉
A vital @mandhana_smriti message to @13richaghosh via @JemiRodrigues ☺️
All this & more as we head into Day 3 action with this chat 👌 👌 - By @ameyatilak
Full Interview 🎥 🔽 #TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBankhttps://t.co/A02MDsem2K pic.twitter.com/HM69HmBT9g— BCCI Women (@BCCIWomen) December 23, 2023
ভারতের একাদশ: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রিচা ঘোষ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং।
অস্ট্রেলিয়ার একাদশ: অ্যালিসা হিলি (অধিনায়ক/উইকেটরক্ষক), বেথ মুনি, ফোবি লিচফিল্ড, এলিস পেরি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, জেস জোনাসেন, আলানা কিং, কিম গার্থ, লরেন চেল।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন?
২৩ ডিসেম্বর নবি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) একমাত্র টেস্ট ম্যাচের তৃতীয় দিন মুখোমুখি হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন?
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন দেখবেন
সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন
সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, একমাত্র টেস্টের তৃতীয় দিন দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।