আজ ৩০ ডিসেম্বর ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে হারের পর মুম্বই সমর্থকদের সামনে আজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে উইমেন ইন ব্লু। একই ভেন্যুতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। একমাত্র টেস্ট হেরে টানা তিনটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৫ রান তুলতে সক্ষম হয় ভারতের মেয়েরা। সেঞ্চুরি মিস করেছেন রিচা, ৯৬ রান করে আউট হন। ১১৭ বলে ১৩টি চার হাঁকিয়েছেন তিনি। IND W vs AUS W 2nd ODI Result: ব্যর্থ রিচা ঘোষের চেষ্টা, ৩ রানে হেরে অজিদের বিপক্ষে সিরিজ হারল ভারত
Determination. Grit. Belief 🫡@13richaghosh came out all guns blazing & nearly powered #TeamIndia to victory with a stunning 96 👏👏#INDvAUS | @IDFCFIRSTBank
Sit back and relive Richa Ghosh's resilient knock 🎥🔽https://t.co/MmwB7m0buz
— BCCI Women (@BCCIWomen) December 30, 2023
অস্ট্রেলিয়া মহিলা দল: ফিবি লিচফিল্ড, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক/অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম, আলানা রাজা, কিম গার্থ, মেগান স্কট, জেস জোনাসেন, হিদার গ্রাহাম, ডার্সি ব্রাউন।
ভারতীয় মহিলা দল: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, স্নেহ রানা, পূজা বস্ত্রাকার, রেণুকা ঠাকুর সিং, শ্রেয়ানকা পাটিল, আমনজোত কৌর, মান্নাত কাশ্যপ, রিচা ঘোষ, সাইকা ইসহাক, তিতাস সাধু।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে?
২ জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা।
কখন থেকে শুরু হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে?
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে দেখবেন
সরাসরি টিভিতে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে
সরাসরি অনলাইনে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।