India Women National Cricket Team vs Australia Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট দল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ (ICC Women's World Cup 2025)-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩০ অক্টোবর মুখোমুখি হবে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা (IND W বনাম AUS W)। নবি মুম্বইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে (Dr DY Patil Sports Academy, Navi Mumbai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের হয়ে অধিনায়কের দায়িত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। অন্যদিকে, চোট কাটিয়ে আজকের ম্যাচে ফিরেছেন অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে অস্ট্রেলিয়া।IND W vs AUS W, 2nd Semifinal, ICC Women's World Cup 2025 Winning Prediction: ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় সেমিফাইনাল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, দ্বিতীয় সেমিফাইনাল, আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫
🚨 𝑻𝑶𝑺𝑺 𝑼𝑷𝑫𝑨𝑻𝑬 🚨
Australia skipper Alyssa Healy won the toss and chose to bat first against India in the semi-final. 🇦🇺🪙#INDvAUS #CWC25 #NaviMumbai #Sportskeeda pic.twitter.com/eYXtXKB5HK
— Sportskeeda (@Sportskeeda) October 30, 2025
আজ মুম্বইয়ে বৃষ্টি না হলেও সারাদিন আকাশ মেঘলা থাকবে। যদি কোনও কারণে আজ খেলা বাতিল হয় তবে শুক্রবার রিজার্ভ ডে রয়েছে। এই ম্যাচে প্রতিকা চোটের কারণে আগেই বাদ পড়েছেন, তার বদলে খেলছেন শেফালি। এছাড়া উমা ছেত্রী এবং হারলিন দেওল আজ বাদ তার বদলে দলে এসেছেন রিচা ঘোষ এবং ক্রান্তি গৌড়। অন্যদিকে, ১০ দিন পর চোট সারিয়ে বড় ম্যাচে খেলবেন অ্যালিসা হিলি। তাদের দলে জর্জিয়া ওয়্যারহামের বদলে আজ খেলবেন সোফি মলিনাক্স।
ভারত মহিলা দলের একাদশঃ শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, অমনজোত কৌর, জেমিমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, রেণুকা সিং ঠাকুর।
অস্ট্রেলিয়া মহিলা দলের একাদশঃ ফোবি লিচফিল্ড, অ্যালিসা হিলি (অধিনায়ক), এলিস পেরি, বেথ মুনি, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনাক্স, আলানা কিং, কিম গার্থ, মেগান শাট।