Ind-W Beat Pakistan-W in Asia Cup Photo Credit: X@ANI

শ্রীলঙ্কার মাটিতে গতকাল শুরু হয়েছে মহিলা ক্রিকেট দলের এশিয়া কাপের আসর। সেখানেই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দল (Indian National Women Cricket Team) এবং পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দল(Pakistan National Women Cricket Team)। ডাম্বুলার রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে (IND-W Beat PAK-W) হারিয়ে এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া।

ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিদা দারের পাকিস্তান। সেই সিদ্ধান্তই কার্যত বুমেরাং হয়ে যায় তাঁদের কাছে। ভারতীয় বোলারদের সামনে কার্যত নাস্তানাবুদ অবস্থা হয় পাক ক্রিকেটারদের।শুরুতেই জোড়া ধাক্কা দেন ভারতের পেস বোলিং অলরাউন্ডার পূজা বস্ত্রকার। পাকিস্তানের দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলিকে পাওয়ার প্লে-তে ফেরান তিনি। এরপর সিদ্রা আমিন এবং ইরাম জাভেদকে আউট করেন রেনুকা সিং। মাত্র ১৪ রান দিয়ে চার ওভারে দুই উইকেট তুলে নেন রেনুকা।তবে মিডল অর্ডারে আসল ঝাকুনি দেন দীপ্তি শর্মা। চার ওভার  মাত্র ২০ রান দিয়ে তিনি তুলে নেন তিন উইকেট। শেষের দিকে স্পিন বোলার শ্রেয়াঙ্কা পাটিলও  দুটি উইকেট তুলে নেন। পুরো পাকিস্তান দল ১৯.২ ওভারে মাত্র ১০৮ রান করে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে ওপেনার সিদরা আমিন ও ফাতিমা সানা সর্বোচ্চ ২৫ রান করেন।

১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪.১ ওভারে তিন উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য অর্জন করে টিম ইন্ডিয়া।সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা করেন ৩১ বলে ৪৫ রান এবং  ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন শেফালি বর্মাও। ৮৫ রানের ওপেনিং জুটি ভাঙ্গার পর মাঠে আসেন হেমলতা। তবে তাঁর ইনিংস বেশীক্ষণ স্থায়ী হয়নি। এরপর ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও জেমাইমা রডরিগজ-এর সৌজন্যে ৩৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পেয়ে মাঠ ছাড়ে ভারতীয় মহিলা জাতীয় দল।৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। এশিয়া কাপে ভারতের পরের ম্যাচ রবিবার আরব আমিরশাহি-র মহিলা দলের বিরুদ্ধে।

bangladesh, Pakistan, Harmanpreet Kaur, Indian National Women Cricket Team, indian women team, Pakistan National Women Cricket Team ,Smriti Mandhana ,Sri Lanka, T20 Asia Cup 2024, Women's T20 World Cup 2024, Women’s Asia Cup T20,