আজ ১২ আগস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। তিন দিন পর দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে দুই দল। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারতের ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর এখন প্রায় শেষ পর্যায়ে। রোভম্যান পাওয়েলের নেতৃত্বাধীন আয়োজকরা শেষ দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের আশায় ছিল। কিন্তু তিলক ভার্মা অপরাজিত ৪৯ রান ও কুলদীপ যাদবের ২৮ রানে ৩ উইকেটের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি সূর্যকুমার যাদবের দাপুটে ৮৩ রানের ব্যাটিংয়ের সৌজন্যে ২ ওভার বাকী থাকতেই ১৬০ রানের টার্গেট তুলে নেয়। জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে তাদের পারফরম্যান্সের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে ভারতীয় দল এখনও জীবিত আছে। শুধু তাই নয় সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে থাকলেও চতুর্থ ম্যাচে তারা ফেভারিট হিসেবে বিবেচিত। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন দল আত্মবিশ্বাসী হবে এই সফরের জয় নিয়ে ফিরতে চাইবে। Team India In Ireland: দ্রাবিড়-লক্ষ্মণদের বিশ্রাম, আয়ারল্যান্ডে টিম ইন্ডিয়ার কোচ গুজরাটের প্রাক্তন ক্রিকেটার
Caribbean Carnival: 𝙍𝙤𝙪𝙣𝙙 𝙁𝙤𝙪𝙧 💥🏏
Brace yourselves for the penultimate chapter of #WIvIND T20Is 🔥 - LIVE and FREE tonight 7 PM onwards, only on #JioCinema 😍#SabJawaabMilenge pic.twitter.com/prrQ90i06B
— JioCinema (@JioCinema) August 12, 2023
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা/সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল/কুলদীপ যাদব, অর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- কাইল মায়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, আকেল হোসাইন, আলজারি জোসেফ, ওবেড ম্যাকাকয়, ওশানে থমাস।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ?
১২ আগস্ট ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে (Central Broward Regional Park Stadium Turf Ground, Florida) চতুর্থ টি-২০ একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ?
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের চতুর্থ টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শন স্পোর্টস চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টি-২০ ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।