বিশ্বকাপের আগে বিশ্রামের মুডে ভারতীয় ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়রদের। রোহিত-বিরাটের অনুপস্থিতিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। এবার হার্দিক পান্ডিয়াও বিশ্রামে যাচ্ছেন। হার্দিকের পরিবর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্বে দিতে দেখা যাবে জশপ্রীত বুমরা-কে। চোট সারিয়ে দীর্ঘদিন বাদে ফিরেই নেতৃত্বে বুমারা। টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়কে আয়ারল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে।
দেখুন টুইট
Shitanshu Kotak to lead Team India's coaching staff in the T20I series against Ireland. (To RevSportz) pic.twitter.com/wME3lT0YHY
— CricketMAN2 (@ImTanujSingh) August 12, 2023
দ্রাবিড়ের অনুপস্থিতিতে কোচ হিসেবে ভিভি লক্ষ্মণকে আয়ারল্যান্ডকে পাঠানো হবে সেটাই প্রত্য়াশিত ছিল। কিন্তু কোচ দ্রাবিড়ের পর লক্ষ্মণকেও বিশ্রাম দেওয়া হল। দ্রাবিড়-লক্ষ্মণের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফদের নেতৃত্ব দিতে দেখা যাবে সীতাংশু কোটাক (Shitanshu Kotak)-কে। মানে বলাই যায় আয়াররল্যান্ডে বুমরাদের অস্থায়ী কোচ হিসেবে থাকছেন গুজরাটের হয়ে কুড়ি বছর ঘরোয়া ক্রিকেটে খেলা সীতাংশু কোটাক।
রাহুল দ্রাবিড় জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর ভারতীয় এ দলের প্রধান কোচ হয়েছিলেন কোটাক। ২০০০ রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের কোচ ছিলেন সীতাংশু কোটাক। আগামী ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।