India National Cricket Team vs West Indies National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ অক্টোবর মুখোমুখি হবে IND বনাম WI। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। আজ তাই ব্যাটিংয়ের জন্য ভালো পিচে টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত। আয়োজক দল তাদের প্লেয়িং ইলেভেনে কোনো পরিবর্তন করেনি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন করা হয়েছে। বাদ পড়েছেন ব্র্যান্ডন কিং (Brandon King) ও জোহান লেইন (Johann Layne), তাদের পরিবর্তে দলে এসেছেন অ্যান্ডারসন ফিলিপ (Anderson Phillip) ও তেভিম ইমল্যাচ (Tevim Imlach)। IND vs WI 2nd Test Live Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ; সরাসরি দেখুন ভারতে
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট ম্যাচ
🚨 Toss 🚨#TeamIndia won the toss and elected to bat.
Updates ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank pic.twitter.com/A3KoVrucmM
— BCCI (@BCCI) October 10, 2025
ভারতের একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের একাদশঃ জন ক্যাম্পবেল, তেজনারায়ন চন্দরপল, অ্যালিক আথানাজে, শাই হোপ, রোস্টন চেজ (অধিনায়ক), তেভিন ইমল্যাচ (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, জোমেল ওয়ারিকান, খারি পিয়ের, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস।