আজ ৩ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। দুই দলই এই ফরম্যাটে বেশ ভালো ফর্মে রয়েছে। দুদলই শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে তারা। ভারত এখনও ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে শুরুতেই ইশান কিষাণের উইকেট হারালেও শুভমান গিলকে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা যায় এবং তাঁর অপরাজিত সেঞ্চুরির কারণে ভারত ২৩৪ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে নিউজিল্যান্ড মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় এবং ভারত ১৬৮ রানের বিশাল ব্যবধানে জয় পায়। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দারুণ। নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ২২০ রানের বিশাল স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা যেভাবে রান তাড়া করতে শুরু করে, তাতে মনে হয় তাদের পুরো ব্যাটিং ইউনিটকে নিয়ে কাজটা সহজ হয়ে যাবে। তবে ওয়েস্ট ইন্ডিজ গুরুত্বপূর্ণ সময়ে কিছু উইকেট তুলে নিয়ে শেষ মুহূর্তে ম্যাচটি ধরে রাখে এবং সাত রানে ম্যাচটি জিতে নেয়। Best T-20 XI of All Time by ChatGPT: চ্যাটজিপিটির টি-২০ সেরা একাদশের অধিনায়ক এম এস ধোনি, বাকী দলে কারা?
𝐌𝐀𝐓𝐂𝐇 𝐃𝐀𝐘!
🏏 𝟏𝐬𝐭 𝐓𝟐𝟎𝐈 - 𝐖𝐞𝐬𝐭 𝐈𝐧𝐝𝐢𝐞𝐬 𝐯𝐬 𝐈𝐧𝐝𝐢𝐚
𝐁𝐫𝐨𝐚𝐝𝐜𝐚𝐬𝐭 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐚𝐭 ⏰ 𝟕 𝐏𝐌, 𝐆𝐚𝐦𝐞 𝐬𝐭𝐚𝐫𝐭𝐬 𝐚𝐭 ⏰ 𝟖 𝐏𝐌
𝐋𝐈𝐕𝐄 𝐨𝐧 𝐃𝐃 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 📺 & 𝐃𝐃 𝐑𝐞𝐠𝐢𝐨𝐧𝐚𝐥 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥𝐬#TeamIndia #WIvIND #MenInBlue pic.twitter.com/owleAxg3v0
— Doordarshan Sports (@ddsportschannel) August 3, 2023
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা/সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল/কুলদীপ যাদব, অর্শদীপ সিং, উমরান মালিক, মুকেশ কুমার।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- কাইল মায়ার্স, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শাই হোপ, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), জেসন হোল্ডার, আকেল হোসাইন, আলজারি জোসেফ, ওবেড ম্যাকাকয়, ওশানে থমাস।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ?
৩ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে (Brian Lara Stadium, Trinidad) প্রথম টি-২০ একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ?
ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শন স্পোর্টস চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ?
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-২০ ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বিনামূল্যে দেখা যাবে জিও সিনেমাতে।