India National Cricket Team vs United Arab Emirates National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর দ্বিতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১০ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে IND বনাম UAE। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে মাত্র ৫৭ রানে সংযুক্ত আরব আমিরাতকে অলআউট করে দেয় ভারতীয় বোলাররা। এই ম্যাচ ভারতের হয়ে কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৪ উইকেট নেন এবং শিবম দুবে (Shivam Dube) ৩ উইকেট নেন। আরবের হয়ে ওপেনিং জুটি আলিশান শরাফু (Alishan Sharafu) সর্বোচ্চ ২২ রান করেন। IND vs UAE, Asia Cup 2025 Toss Update: টসে জিতে প্রথমে বল করছে ভারত, একনজরে দু'দলের একাদশ
ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ম্যাচের স্কোরকার্ড
India have bowled the UAE out for just 57 runs and need 58 runs to win the 2nd game of the Asia Cup 2025 🏏💥 #INDvUAE | #AsiaCup2025 | #Sportify pic.twitter.com/wDjhBjnGnO
— Sportify (@Sportify777) September 10, 2025
শরাফুর সঙ্গে যোগ দিয়ে আরবের অধিনায়ক মহম্মদ ওয়াসিম (Muhammad Waseem) ১৯ রান করেন। তাদের ২৬ রানের পার্টনারশিপের পর তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে তাদের। শেষ পর্যন্ত ভারতের স্পিনের সামনে মাত্র ৫৭ রানেই শেষ হয় তাদের ইনিংস। ভারতের হয়ে অক্ষর প্যাটেল (Axar Patel) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ১টি করে উইকেট নেন। এর মধ্যে নবম ওভারে তিন উইকেট তুলে নিজের প্রতিভা দুবাইয়ে ফের প্রমাণ করেন। এখনও ভারত চাইবে বিনা উইকেট হারিয়ে বিশাল রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করতে।