Suryakumar Yadav (Photo Credit: BCCI/ X)

India National Cricket Team vs United Arab Emirates National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর দ্বিতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১০ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম UAE। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের হয়ে টি২০ অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন মহম্মদ ওয়াসিম (Muhammad Wasim)। এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করছে ভারত। দলের উইকেটরক্ষকের দায়িত্বে এসেছেন সঞ্জু স্যামসন। IND vs UAE, Asia Cup 2025 Weather and Pitch Report: একনজরে ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ম্যাচের পিচ এবং আবহাওয়া রিপোর্ট

ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, এশিয়া কাপ ম্যাচের টস আপডেট

ভারতের একাদশঃ অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরাতের একাদশঃ মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মহম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক) আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলী, ধ্রুব পরাশর, মহম্মদ রোহিত খান, জুনায়েদ সিদ্দিকী, সিম্রনজিৎ সিং।