India vs Sri Lanka ODI Series 2023 (Photo Credit: BCCI/ Twitter)

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে ৬৭ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। প্রথম একদিনের ম্যাচে জয়ে ভারতের জন্য অনেক ইতিবাচক দিক নিয়ে আসে। শীর্ষ তিনজন উল্লেখযোগ্য অবদান রেখে আউট হন, যা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত ব্যাপার। তরুণ পেসার উমরান মালিক (Umran Malik) এই সফরে আটকে দেবেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) মতো অভিজ্ঞ পেসার থাকায় ভারতের পেস আক্রমণও ঠিকঠাক রয়েছে। প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পর বৃহস্পতিবার উঠে দাঁড়াতে হবে দুই স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) ও যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)। তবে 'দাসুন শানাকা' (Dasun Shanaka) ধাঁধা সমাধান করতে হবে রোহিত শর্মার দলকে। কারণ শ্রীলঙ্কা অধিনায়ক দারুণ ফর্মে রয়েছেন এবং প্রায় প্রতিটি ম্যাচেই ভাল রান করছেন। এই মুহূর্তে ভারতকে লড়াই দেওয়ার জন্য সফরকারী দল তাদের অধিনায়কের উপর অনেকটাই নির্ভর করছে। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকায় ভারত আবারও সেই কীর্তির পুনরাবৃত্তি করতে চাইবে।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ?

বৃহস্পতিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ?

ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০-টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network) এবং দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।