Ind Vs Pak Ticket Price (Photo Credit: X@CallMeSheri1_)

India National Cricket Team vs Pakistan National Cricket Team, Live Streaming: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর ষষ্ঠ টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND বনাম PAK। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। একদিকে ভারত যেমন আরবকে হারিয়েছে তেমনই ওমান পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়। যে দল আজ, রবিবার জয়ী হবে, তারা প্রথম দল হবে যারা সুপার ফোরের জায়গা নিশ্চিত করবে। ভারত ফেভারিট হিসেবে শুরু করবে, যেহেতু তাদের দল সেরা। অন্যদিকে, পাকিস্তানকে ভারতকে চ্যালেঞ্জ করতে এবং জয়ের চেষ্টা করতে তাদের সেরা খেলাটা দিতে হবে। IND vs PAK, Asia Cup 2025 Live Streaming in India: ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫; সরাসরি দেখুন ভারতে

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫

এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি

<কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

১৪ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ঃ৩০টায়।

বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ

ভারত বনাম পাকিস্তান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে বাংলাদেশে দেখা যাবে Toffee অ্যাপে।