India National Cricket Team vs New Zealand National Cricket Team, 3rd Test: মুম্বই টেস্টের প্রথম দিনে ফের তাড়াতাড়ি উইকেট হারিয়ে বিপাকে পড়েছে ভারত। ব্যাট করতে নেমে রোহিত ১৮ রান করে ম্যাট হেনরির বলে আউট হয়ে ফিরে যান। গিল এবং জয়সওয়াল ভালো জুটি গড়ে স্কোর ৭৮ রানে নিয়ে যান। ৫২ বলে ৩০ রান করে এজাজ প্যাটেলের বলে বোল্ড হন যশস্বী। নাইটওয়াচম্যান হিসেবে সিরাজকে পাঠানো হয় কিন্তু তিনিও এজাজের পরের বলেই কিছু করতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন। অবশেষে বিরাট এলে সাবলীলভাবে একটি চার মারেন এবং সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে ফিরে যান। মাত্র ১৯ ওভার ব্যাটিং করে দিনের শেষে ভারতের স্কোর-৮৬/৪। নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে ১৪৯ রানে। আজ ব্যাট করতে নামবেন পন্থ (১*) এবং গিল (৩১*)। এর আগে নিউজিল্যান্ড ২৩৫ রানে অলআউট হয়ে যায়। Virat Kohli Run Out Video: বিরাট খেসারতের রান আউটে কিউইদের দিওয়ালির গিফট! দেখুন মুম্বই টেস্টে কোহলির উইকেট ছুড়ে আসার ভিডিয়ো
ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্ট, প্রথম দিন
Stumps on the opening day of the Third Test in Mumbai.#TeamIndia move to 86/4 in the 1st innings, trail by 149 runs.
See you tomorrow for Day 2 action
Scorecard - https://t.co/KNIvTEyxU7#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/ppQj8ZBGzz
— BCCI (@BCCI) November 1, 2024
ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, ধ্রুব জুরেল।
নিউজিল্যান্ডের স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইলিয়াম ওরুর্ক, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্থনার, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি।
কবে, কোথায় আয়োজিত ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
২ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯:৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড, তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।