মুম্বই, ১ নভেম্বর: উইকেট কীভাবে ছুড়ে আসতে হয় দেখিয়ে দিলেন বিরাট কোহলি। ব্রেন ফেড কাকে বলে দেখিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দিওয়ালি গিফটে কোহলির নিজের উইকেট উপহার কিউইদের। দিনের খেলার একেবারে শেষ ওভারের তৃতীয় বলে হওয়া কোহলির রান আউটকে যেভাবেই বলুন, ব্যাপারটা সেই এক দাঁড়াবে। কিউই-দের কাছে টেস্ট সিরিজ হারের মহালজ্জার পর, হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জার আতঙ্কের ঠান্ডা স্রোতটা যেন গায়ে লাগতে শুরু করল।
মুম্বই টেস্টের প্রথম দিনের একেবারে শেষে রান আউট হলেন বিরাট কোহলি। দিনের খেলার একেবারে শেষ ওভারের তৃতীয় বলে হওয়া কোহলির রান আউট নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা। কোহলির সবচেয়ে কাছের রবি শাস্ত্রীও তার রান আউট নিয়ে তীব্র সামলোচনা করলেন। কিউই স্পিনার রচিন রবীন্দ্র-র ডেলিভারির বলটা মিড অনে পুশ করেই সিঙ্গলস নিতে ছোটেন কোহলি। টেস্ট ক্রিকেটে দিনের শেষ ওভারে এভাবে ঝুঁকি নিয়ে রান নেওয়ার কোনও প্রয়োজনই ছিল না। কিন্তু টি-২০-র সঙ্গে টেস্টকে গোলানোর চরম মাশুল দিতে হলে কোহলিকে। ম্যাট হেনরি-র ছোঁড়া বলটা সরসারি গিয়ে লাগতেই পরিষ্কার হয়ে যায় কোহলি রান আউট হলেন। ব্যক্তিগত চার রানে আউট হন কোহলি। দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৮৬। অথচ একটা সময় ভারতের রান ছিল ১ উইকেটে ৭৮।
বিরাট কোহলি রান আউট
Why Kohli why? Wankhede is disappointed ☹️ pic.twitter.com/IRvTXCwDMP
— Sameer Allana (@HitmanCricket) November 1, 2024
দিনের খেলার শেষ ১০ মিনিটের হারিকিরি-তে রোহিত শর্মার দল বেকাদায় পড়ে গেল। নাইট ওয়াচম্যান হিসেবে নেমে মহম্মদ সিরাজ (০) আউটের পর কোহলি রান আউট হন। দিনের শেষে ক্রিজে অপরাজিত অবস্থায় আছেন শুবমন গিল (৩১) ও ঋষভ পন্থ (১)। নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে করে ২৩৫ রান। প্রথম ইনিংসে এখন কিউইদের চেয়ে ১৪৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
দেখুন বিরাট কোহলির রান আউটের ভিডিয়ো
Matt Henry's direct hit catches Virat Kohli short 😯#INDvNZ #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/cL4RvUdMST
— JioCinema (@JioCinema) November 1, 2024
বিরাট কোহলির এই রান আউটকে আত্মহত্যার সামিল বলে সমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ অনিল কুম্বলে।