IND vs BAN, U19 Asia Cup Semifinal (Photo Credit: @ACCMedia1/ X)

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৩-এর প্রথম সেমিফাইনালে শুক্রবার, ১৫ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচের মধ্যে দু'টিতেই জিতেছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেই তুলনায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জিতেছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল তাদের শেষ ম্যাচটি খেলেছিল নেপালের বিপক্ষে। সেখানে তারা নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ২২.১ ওভারে মাত্র ৫২ রানে আটকে দেয়। ভারতের অনূর্ধ্ব-১৯ দল ৭.১ ওভারে তাড়া করে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তাদের আগের ম্যাচটি খেলেছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। যেখানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। ৪০.৫ ওভারে তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা। NZ Squad, U19 World Cup: আসন্ন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

কোথায়, কখন আয়োজিত হয়েছে ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ?

দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে (ICC Academy Ground, Dubai) ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আয়োজিত হয়েছে সকাল ১১টা থেকে।

কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল, এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ?

টিভিতে কোনো ম্যাচ সম্প্রচার করা হবে না। ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল ম্যাচ দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) ইউটিউব চ্যানেলে।

ভারত বনাম বাংলাদেশ, সেমিফাইনাল

ভারতের অনূর্ধ্ব-১৯ দল: আরশিন কুলকার্নি, উদয় সাহারান (অধিনায়ক), শচীন ধস, প্রিয়াংশু মলিয়া, মুশির খান, আরাভেলি অবনীশ (উইকেটরক্ষক), সৌমি পাণ্ডে, মুরুগান অভিষেক, আরাধ্যা শুক্লা, রাজ লিম্বানি, ধনুষ গৌড়া, নমন তিওয়ারি, রুদ্র প্যাটেল, ইনেশ মহাজন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), জিশান আলম, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মহম্মদ শিহাব জেমস, পারভেজ রহমান জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রোহানাত দোউল্লাহ বোরসন, ওয়াসি সিদ্দিকি, মারুফ মৃধা, মো. রফি উজ্জামান রাফি, মো. ইকবাল হোসেন ইমন, আদিল বিন সিদ্দিক, মহম্মদ রোহানাত, মহম্মদ আসরাফুজ্জামান, বোরান্নো মহম্মদ ইকবাল।

দেখুন ম্যাচ