The Oval, London (Photo Credit: ICC/ Twitter)

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আজ পঞ্চম দিন। ভারতকে জয় পেতে ২৮০ রান করতে হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়া দলের প্রয়োজন ৭ উইকেট। এই গুরুত্বপূর্ণ ম্যাচের পঞ্চম দিনটা বেশ রোমাঞ্চকর হতে চলেছে। কারণ বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানেকে সেট হয়ে ক্রিজে দাঁড়িয়ে। কিন্তু এই ম্যাচের আজকের দিনে বৃষ্টির ঝুঁকি সবচেয়ে বেশি। Accuweather-এর মতে, ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচের পঞ্চম দিন অর্থাৎ ১১ জুন লন্ডনের ওভালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া প্রায় ৯০ শতাংশ কালো মেঘের সম্ভাবনা রয়েছে। তবে এই রিপোর্ট অনুযায়ী পঞ্চম দিনের খেলা বানচাল করতে পারে বৃষ্টি। তাৎপর্যপূর্ণভাবে, ভারত-অস্ট্রেলিয়ার এই ফাইনাল ম্যাচের পঞ্চম দিনে যদি বৃষ্টি হয়, তাহলে আইসিসি আগেই রিজার্ভ ডে রেখেছিল। কিন্তু রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ।

আইসিসির খেতাব যদি বৃষ্টির কারণে ভেসে যায়, তা হলে দু'দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, অর্থাৎ টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া দু'দলই ট্রফির অধিকারী হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৪৪৪ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া দল। একই সঙ্গে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত। একই সঙ্গে দলের এখন প্রয়োজন ২৮০ রান। তবে সবারই বিশ্বাস, ভারত এই লক্ষ্য পূরণ করবে। কারণ, বিরাট কোহলিকে দেখা যাচ্ছে ক্রিজে ভাল ছন্দে। প্রথম ইনিংসের নায়ক অজিঙ্ক রাহানেও ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। তবে এই ম্যাচটি বেশ রোমাঞ্চকর হতে চলেছে।