অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২ ওভারে ১ উইকেটে ৬১ রান। ভারত প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়া দ্রুত রান তুলতে সক্ষম হয়। ট্রেভিস হেড (Travis Head) ৩৯ রানে অপরাজিত থেকে দারুণভাবে ওপেনিং শুরু করেন। তার সঙ্গী মার্নাস লাবুশানে (Marnus Labuschagne) ১৬ রানে অপরাজিত আছেন। উসমান খোয়াজার (Usman Khawaja) সঙ্গে ডেভিড ওয়ার্নারের (David Warner) অনুপস্থিতিতে হেডকে ওপেনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ভারতের হয়ে বাঁ হাতি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) টানা দ্বিতীয় ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ২৬২ রানে অলআউট হয়ে যায় আয়োজকরা। এক সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার কাছে বড় লিড থাকবে, কারণ ভারতের রান ৫০.৫ ওভারে ৭ উইকেটে ১৩৯। কিন্তু অক্ষর ১১৫ বলে ৭৪ এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে অষ্টম উইকেটে ১৭৭ বলে ১১৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতকে লিডের দ্বারপ্রান্তে নিয়ে যান। এই অবস্থান সত্ত্বেও লিড থেকে বঞ্চিত হয় ভারত, কারণ অস্ট্রেলিয়া দ্বিতীয় নতুন বল নেওয়ার ৩.৩ ওভারের মধ্যে ভারতীয় প্রথম ইনিংস শেষ করে। ৩৭ রানে প্যাট কামিন্সের বলে আউট হন অশ্বিন। এদিকে, অজি শিবিরে নাথান লায়নের দাপটে ভারতের টপঅর্ডার ব্যাকফুটে চলে যায়। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৬০ রানে ৫ উইকেট নেন।
Travis Head's counter-attack gives Australia the momentum at stumps 👊#WTC23 | #INDvAUS | 📝: https://t.co/HS93GIyEwS pic.twitter.com/xBk322Sdtf
— ICC (@ICC) February 18, 2023
প্রথম সেশনে লোকেশ রাহুল, রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারাকে দ্রুত প্যাভিলিয়নে ফেরায় অজিরা। এরপর শ্রেয়স আইয়ারকে চার রানে সাজঘরে ফেরানোর পর দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এরপর ২৬ রানে জাদেজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন টড মার্ফি। এরপর ৪৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কোহলি, যা ধারাভাষ্যকারদেরও কিছুটা প্রশ্নবিদ্ধ মনে হয়। ৬ রানে কে এস ভরতকে আউট করে পাঁচ উইকেট নেন লায়ন। এই মুহূর্তে অক্ষর প্যাটেল ও আর অশ্বিন ক্রিজে। প্রথম দিন ২৬৩ রানে গুটিয়ে যায় অজিরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।