IND vs AUS Delhi Test 2023 (Photo Credit: ICC/Twitter)

রবিচন্দ্রন অশ্বিনের স্পিন মাস্টারক্লাসের সঙ্গে বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যানের জেরে, অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে তিন দিনের মধ্যে ছয় উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। লাঞ্চের পর থেকে শুরু করে আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে থাকে ভারত। চেতেশ্বর পূজারা শততম ইনিংস খেলেন। কেএস ভরত ২২ বলে ২৩ রান করে আউট হন। জয়ের জন্য ১১৫ রান দরকার ছিল।

রান তাড়া করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও পূজারার ব্যাটে ভর করে জয়ের দিকে এগোয় ভারত। রোহিত ৩১ রান করে রান আউট হলে পূজারার সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। এরপর ২০ রানে সাবেক প্রাক্তন অধিনায়ককে স্টাম্প আউট করে ভারতকে ৩ উইকেটে ৬৯ রানে নামিয়ে আনে অজিরা। এরপর শ্রেয়স আইয়ার বেশ কয়েকটি শট খেলে ১২ রানে নিজের উইকেট দিয়ে দেন। একপ্রান্ত আগলে রেখে ভারতকে সহজ জয় এনে দেন পূজারা। দিনের শুরুতেই সাত উইকেট নিয়ে মানসিক ভাবে অজিদের ভেঙ্গে দেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ছিল মাত্র ১১৩।

তৃতীয় দিনের শুরুতে অজিদের দ্বিতীয় ইনিংস ১ উইকেটে ৬১ রান দিয়ে শুরু হয়। ভাঙ্গনের শুরুটা হয়েছিল অশ্বিনের প্রথম ওভারে ৪৩ রানে ট্রাভিস হেডকে আউট করে। এরপর স্টিভ স্মিথকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এরপর ৩৫ রানে মার্নাস লাবুশানেকে ক্লিন বোল্ড করে দেন জাদেজা। ধ্বংসযজ্ঞ অব্যাহত ছিল যার ফল জাদেজার ঝুলিতে ৭ উইকেট এবং অশ্বিনে ৩ উইকেট।