আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৭১ রান তুলেছে ভারত। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে ব্যাট করতে নেমেছেন ট্রাভিস হেড এবং নাইটওয়াচম্যান ম্যাথু কুহনেম্যান। ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৩ রান করেছে অজিরা। বিরাট কোহলি ১৮৬ রানে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ৫৭১ রানে ৯ উইকেটে ভারতের ইনিংস শেষ হয়। আজ কোহলি টেস্ট শতকের খরা কাটিয়ে উঠেছেন। ২০১৯ সালের নভেম্বরে শেষবার টেস্ট শতকের পর আজ ২৮তম শতক করেন। অজিদের বিপক্ষে এটি তাঁর অষ্টম শতক। দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের ছয় উইকেটের সুবাদে ৪৮০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা।
Stumps on Day 4⃣ of the Fourth #INDvAUS Test!#TeamIndia 🇮🇳 88 runs ahead in the Final Test and Australia will resume batting tomorrow at 3/0.
We will back tomorrow with Day 5 action!
Scorecard - https://t.co/8DPghkx0DE @mastercardindia pic.twitter.com/Rf72OD81YR— BCCI (@BCCI) March 12, 2023
কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট পঞ্চম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
১৩ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট পঞ্চম দিনে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট পঞ্চম দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?
ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)