Australia National Cricket Team vs India National Cricket Team 4th Test: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ চতুর্থ টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। আজ দিনের শেষ সেশনে যশস্বী জয়সওয়াল ৮১ বলে তার অর্ধশতরান অতিক্রম করে ভারতকে অনেক ভরসা দেন। বিরাট কোহলির সাথে তার পার্টনারশিপে দিন ভালভাবেই শেষ হতে পারত, কিন্তু তখনই ঘটে অঘটন। ১১৮ রানে ৮২ রান করে যখন যশস্বী শতকের দিকে এগিয়ে তখন বিরাটের সাথে মিসকমিউনিকেশনে রান আউট হয়ে যান। তাঁর মাত্র ৮ বল পরেই স্কট বোল্যান্ডে বলে আউট হয়ে ফিরে যান বিরাট কোহলি (৩৬)। এরপর আধ ঘণ্টা আগেই নাইটওয়্যাচম্যান হিসেবে আকাশদীপকে পাঠান রোহিত। সেই সময় অজি পেসারদের আত্মবিশ্বাস তুঙ্গে। এক রানও করতে না পেরে কোনক্রমে ১৩ বল খেলে বোল্যান্ডের বলে আউট হন তিনি। কাল ব্যাটিং করতে আসবেন জাদেজা (৪*) এবং পন্থ (৬*)। ভারতের স্কোর-১৬৪/৫, পিছিয়ে ৩১০ রানে। আশা করা যায় তারা ফলো অন বাঁচাতে সক্ষম হবে। IND vs AUS 4th Test Day 2 Live Scorecard: কামিন্সের শিকার রোহিত-রাহুল! বক্সিং ডে টেস্টে ৪৭৪ অলআউট অস্ট্রেলিয়া
ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের স্কোরকার্ড
Stumps on Day 2 in Melbourne!#TeamIndia move to 164/5, trail by 310 runs
Updates ▶️ https://t.co/njfhCncRdL#AUSvIND pic.twitter.com/9ZADNv5SZf
— BCCI (@BCCI) December 27, 2024
বক্সিং ডে টেস্টে রোহিত শর্মা আজ ওপেন করতে আসেন। তবে ইনিংসের দ্বিতীয় ওভারে প্যাট কামিন্সের বলে পুল মারতে গিয়ে আউট হয়ে ফিরে যান মাত্র ৩ রানে। এরপর কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল মিলে ভালো জুটি গড়েন। তবে দ্বিতীয় সেশনের শেষ বলে বোল্ড হন রাহুল। ২৪ রানে কেএল ফিরে যান। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৭৪ রান তাড়া করতে নেমেছে ভারত। ভারতের হয়ে বোলিংয়ে একমাত্র সফল বোলার জসপ্রীত বুমরাহ। তাঁর চার উইকেট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে রোহিতের আদেশে ভারতীয় এই পেস বোলারকে ২৮.৪ ওভার বল করতে হয়। যেখানে তিনি ৯৯ রানে দিয়ে উসমান খোয়াজা, ট্রাভিস হেড, মিচেল মার্শ এবং নাথান লায়নের উইকেট নেন। স্টিভ স্মিথের ১৯৭ বলে ১৪০ রানের ইনিংস খেলে দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই আউট হন। আকাশদীপ প্রথমে মিচেল স্টার্ককে আউট করে একই ওভারে স্মিথকে আউট করেন। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্টিভ স্মিথের সেঞ্চুরির সঙ্গে প্রথমে প্যাট কামিন্সের জুটিতে স্কোর ২৯৯/৬ থেকে ৪১১/৭ এ নিয়ে যায়। এরপর মিচেল স্টার্কের সঙ্গেও স্মিথ ফের জুটি গড়ে স্কোর ৪৫০ করে ভারতের বোলারদের ধুলোয় মিশিয়ে দেন।