Usman Khawaja (Photo Credit: Cricket Australia/ X)

India National Cricket Team vs Australia National Cricket Team 3rd Test Live Scorecard: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ তৃতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হয়। গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার (AUS বনাম IND) মধ্যকার তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ব্রিসবেনের তৃতীয় টেস্ট ড্র হয়। টেস্টের এক পর্যায়ে কয়েক মাইল পিছিয়ে থাকা সত্ত্বেও পরাজয় এড়াতে পেরে ভারত দুই দলের মধ্যে কিছুটা বেশী খুশি হবে। বৃষ্টি পুরো ম্যাচ জুড়ে দুই দলের জন্য সমস্যা ডেকে আনে। যার ফলে দ্বিতীয় সেশনে ভারতের দ্বিতীয় ইনিংসে মাত্র ২.১ ওভার ব্যাট করে। একে তো দেরীতে খেলা শুরু হয় তারপর আবার খারাপ আলোর জন্য খেলায় ব্রেক দিয়ে দেওয়া হয় এবং তাড়াতাড়ি টি-ব্রেক নিয়ে নেওয়া হয়। এরপরই ভারী বৃষ্টি শুরু হয় এবং ম্যাচ আর শুরুই হতে পারেনি। আজ দিনের এখনও ৩ ঘণ্টার খেলা বাকি ছিল কিন্তু তার আগেই টেস্টকে ড্র ঘোষণা করা হয়। IND vs AUS 3rd Test Live Scorecard: মাত্র ৮৯ রানে ৭ উইকেট! ইনিংস ডিক্লেয়ার অজিদের, ভারতের প্রয়োজন ২৭৫

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট হাইলাইটস

অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের স্কোর করতে গিয়ে ৭ উইকেট খুইয়ে ধাক্কা খায় যার ফলে ভারত ২৭৫ রানের লক্ষ্য পায়। যেখানে ভারতের হয়ে বুমরাহ নিয়েছেন ৩ উইকেট, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ ২টি করে উইকেট নেন। দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনের উইকেট তুলে নেন বুমরাহ। আজ দিনের শুরুতে আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহর মধ্যে শেষ উইকেট জুটি আসে ৭৮ বলে ৪৭ রানের। ট্রাভিস হেড পঞ্চম দিনের শুরুতে উইকেট নেন এবং ভারতের ইনিংস শেষ করেন। ভারত ২৬০ রানে অলআউট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া ১৮৫ রানের লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। এর আগে ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। এই মুহুর্তে সিরিজ ১-১ সমতায় রয়েছে, আগামী টেস্ট বক্সিং ডেতে মেলবোর্নে।