India Test Team at Perth (Photo Credit: BCCI/ X)

India National Cricket Team vs Australia National Cricket Team 3rd Test Live Scorecard: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল আজ তৃতীয় টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে। গাব্বায় ভারত ও অস্ট্রেলিয়ার (AUS বনাম IND) মধ্যকার তৃতীয় টেস্টের পঞ্চম দিনে বৃষ্টি হলেও নিজের ইনিংসের সম্ভাব্য নাটকীয় সমাপ্তি ঘটিয়েছে অস্ট্রেলিয়া। তারা তাদের দ্বিতীয় ইনিংসে ৮৯ রানের স্কোর করতে গিয়ে ৭ উইকেট খুইয়ে ধাক্কা খায় যার ফলে ভারত ২৭৫ রানের লক্ষ্য পেয়েছে। যেখানে ভারতের হয়ে বুমরাহ নিয়েছেন ৩ উইকেট, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ ২টি করে উইকেট নেন। এখন ১০টি উইকেট নিয়ে ভারতের জয়ের জন্য হাতে প্রায় তিন ঘন্টা। খেলা এখন এমন একটি জায়গায় যেকোনো ফলাফল আসতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। IND vs AUS 3rd Test Live Scorecard: গাব্বায় ২৬০ অলআউট ভারত, বৃষ্টিতে বন্ধ খেলা

দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনের উইকেট তুলে নেন বুমরাহ। প্রথম সেশনটি বৃষ্টির কারণে মূলত ধুয়ে যায়। যেখানে একমাত্র অ্যাকশন ছিল ভারতীয় ইনিংসের শেষ কয়েক ওভার। আকাশ দীপ ও জসপ্রীত বুমরাহর মধ্যে শেষ উইকেট জুটি আসে ৭৮ বলে ৪৭ রানের। ট্রাভিস হেড পঞ্চম দিনের শুরুতে উইকেট নেন এবং ভারতের ইনিংস শেষ করেন। ভারত ২৬০ রানে অলআউট হয়ে যায় এবং অস্ট্রেলিয়া ১৮৫ রানের লিড নিয়ে তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। ২৭৫ রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল ২.১ ওভারে ৮ রান করেন। কিন্তু খারাপ আলোর জন্য দিনের খেলা বন্ধ হয়ে যায়। গাব্বায় জয়ের ইতিহাস নতুন করে লিখতে হলে ভারতকে আজ শেষ সেশনে ২৬৭ রান করতে হবে।