Cricket Australia (Photo Credit: ESPNCricinfo/X)

সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ করে এবং গ্লেন ম্যাক্সওয়েলের সুশৃঙ্খল পারফরম্যান্সে রাজকোটে বুধবার ২৭ সেপ্টেম্বর ভারতকে ৬৬ রানে হারিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা। আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে এটাই ছিল শেষ আন্তর্জাতিক ম্যাচ, এই জয় অস্ট্রেলিয়ার মনোবল বাড়াবে। ৩৫৩ রানের শক্তিশালী লক্ষ্য তাড়া করতে নেমে ওয়াশিংটন সুন্দরকে অস্থায়ী ওপেনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাট করতে নামে ভারত। শুভমন গিল ও ইশান কিষাণ দু'জনেই না থাকায় দলকে নতুন ওপেনিং জুটির চেষ্টা করতে হয়। উদ্বোধনী জুটি পঞ্চাশ পেরিয়ে যায় যেখানে রোহিতের দাপট ছিল চোখে পড়ার মতো। তবে প্রথম পাওয়ার প্লে-র পর ম্যাক্সওয়েলের বলে উইকেট দিয়ে ফিরে যান সুন্দর। Matthew Wade Suspended: তৃতীয়বার আচরণবিধি লঙ্ঘন! মার্শ কাপের দুই ম্যাচের জন্য নির্বাসিত ম্যাথউ ওয়েড

প্রথম ইনিংসের মতো বল পুরনো হলে রান করা কঠিন হয়ে যায়, রোহিত-কোহলি জুটি অস্ট্রেলিয়ান বোলারদের বিপক্ষে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন। পারেনি। তবে ম্যাক্সওয়েল অবিশ্বাস্য বোলিং করে ভারতের দুই তারকার উইকেট তুলে নেন। তবে রোহিত যেভাবে ব্যাট করে তাঁকে আউট করা বেশ কঠিন হয়ে পড়ে সেইসময় ম্যাক্সওয়েল এক হাতে দুর্দান্ত রিটার্ন ক্যাচ নিয়ে ভারত অধিনায়ককে ফিরিয়ে দেন। এই ক্যাচে তাঁর রিফ্লেক্স অ্যাকশন ছিল দেখার মতো, ম্যাক্সওয়েল নিজেই ক্যাচ ধরে অন্যান্যদের মতো নিজেকে অবাক করে দেয়। এরপর কোহলির উইকেট আসে দুর্দান্ত ডিফেন্সিভ বোলিংয়ের ফলে।

এই দুটি উইকেট অস্ট্রেলিয়াকে প্রয়োজনীয় গতি এনে দেয় এবং ভারত কখনই সেখান থেকে ফিরে আসতে সক্ষম হয়নি। শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুল শুরু করলেও রান রেট বাড়তে থাকে এবং ম্যাক্সওয়েল ফের উইকেট তুলে নেন। লাইনআপে ব্যাটসম্যান কম থাকায় ভারত নিচের ব্যাটসম্যানদের জন্য খেলা ছেড়ে যাওয়ার সুযোগ পায়নি এবং দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়েছে। অন্যদিকে, ম্যাক্সওয়েলের পাশাপাশি তানভীর সংঘাও দুর্দান্ত বোলিং করেন। ভারতের ক্ষেত্রে স্লো পিচ এবং ব্যাটিংয়ের গভীরতার অভাবের কারণে বড় রান তোলার জন্য ভারতের টপ অর্ডারের ভালো ব্যাটিংয়ের প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি।

এর আগে প্রথম চার ব্যাটসম্যানের অর্ধশতরানের সুবাদে সিরিজের সেরা ব্যাটিং উপহার দেয় অস্ট্রেলিয়া। মিচেল মার্শের ৯৬ রানের ইনিংসএর সঙ্গে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং অজি ইনিংসের ভিত গড়ে। যদিও ওয়ার্নার প্রথম পাওয়ার প্লেতেই আউট হয়ে যান তবে তাঁর রানে বেশ এগিয়ে যায় অজিরা এরপর স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে অর্ধশতরান করেন। স্মিথ,মার্শের মতো দুই ব্যাটসম্যানই শুরুর ভালো ব্যাটিং কন্ডিশনের পূর্ণ সদ্ব্যবহার করেন। এক সময় অস্ট্রেলিয়ার রান ছিল ১ উইকেটে ২১৫ রান। তবে, পিচের গতি কমে যাওয়ায় পুরানো বলের বিরুদ্ধে স্কোর করা ততটা সহজ ছিল না। যশপ্রীত বুমরাহ দ্বিতীয় স্পেলে দুর্দান্ত বোলিং করেও শেষ পর্যন্ত আশা জাগিয়ে লাবুশানে ইনিংসটিকে বেশ শক্তিশালী স্কোরে নিয়ে যান।