IND U19 Team (Photo Credit: Sony Sports)

IND U19 vs SL U19, Semifinal Scorecard: শারজায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ১৭৫/৩। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শুরু করে শ্রীলঙ্কা। লঙ্কানরা শুরু থেকেই ছিল বেশ নড়বড়ে। ওপেনার পি পেরেরা এবং ডি সিগেরাকে শুরুতেই আউট হয়ে যান। যেখানে মিক্স-আপের কারণে বাজে রান আউট হন পেরেরা। এস শানমুগানাথন এবং লাকভিন আবেসিংহে শ্রীলঙ্কার হয়ে ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করেন কিন্তু চাপ সামলাতে ব্যর্থ হন। শানমুগানাথন ৭৮ বলে ৪২ এবং আবেসিংহে ১১০ বলে ৬৯ রান করেন। আবেসিংহের উইকেটের পর ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার টেলএন্ডাররা। ভারতের হয়ে চেতন শর্মা তিনটি, কে চোরমে ও এ মহাত্রে দুটি করে উইকেট নেন। IND vs AUS 2nd Test Live Scorecard: পিঙ্ক বল টেস্টে ১৮০ অলআউট ভারত, মিচেল স্টার্কের ঝুলিতে আধ ডজন উইকেট

১৭৪ রান তাড়া করতে নেমে ভারত তাদের দুই ওপেনার মহাত্রে এবং বৈভব সূর্যবংশীর কাছ থেকে শক্তিশালী শুরু পায়। শেষ পর্যন্ত ২৮ বলে ৩৪ রান করে আউট হন মহাত্রে। কিন্তু সূর্যবংশী হাফসেঞ্চুরি করে শেষ পর্যন্ত ৩৫ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় ৬৭ রান করে বিদায় নেন। আন্দ্রে সিদ্ধার্থের (২২) পর অধিনায়ক এম আমান (২৫*) কার্তিকেয় কেপির (১১*) সঙ্গে ম্যাচ জেতানো ছক্কা হাঁকান। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন ভি থেভমিকা, ভিরান চামুদিথা ও পি মনীষা।