India Beat Sri lanka By 7 wicket Photo Credit: X@BCCI

শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হয়েছে ভারতীয় দলের নতুন কোচ ও অধিনায়কের যাত্রা। আর তারই মধ্যে টি-২০ সিরিজ পকেটে পুড়ে নিল সূর্য-গম্ভীর জুটি। গত ২৮ জুলাই ভারতীয় জাতীয় ক্রিকেট দল এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলা হয়েছে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়ে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

খেলার শুরুতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা শ্রীলঙ্কা দল ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬১ রান করে। শ্রীলঙ্কার হয়ে তারকা ব্যাটসম্যান কুশল পেরেরা খেলেছেন সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রবি বিষ্ণোই। এরপর ভারত রান তাড়া করতে নামতেই বৃষ্টি শুরু হয়। তখন ভারত সবে তিন বল খেলেছে। বৃষ্টি থেমে গেলে খেলা শুরু হলে, ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ৭৮ রান।নতুন লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে ফেলে টিম ইন্ডিয়া। তিনটি চার, ২টি ছক্কার হাত ধরে ১৫ বলে ৩০ রান করেন টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, তাঁকে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ফেরান হাসারাঙ্গা। পাথিরানার ডেলিভারিতে ১২ বলে ২৬ করে শানাকার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সূর্য। এরপর দায়িত্ব নিয়ে ক্রিজে থেকে সপ্তম ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে ২টি চার হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া।৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন হার্দিক। তাঁর ইনিংসে ছিল ৩টি চার, একটি ছক্কা। শ্রীলঙ্কার পক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থেকসানা ও মাথিশা পাথিরানা একটি করে উইকেট নেন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায়।