ডিসেম্বরের ২ তারিখে শুরু হচ্ছে এবারের আইএলটি২০’র আসর। এর আগের তিনটি মরশুম শুরু হয়েছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে।এবার সেই প্রথা ভেঙে চতুর্থ মরশুম এক মাস এগিয়ে আসছে। এই সিজনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও । ৩ ডিসেম্বর মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্স। গালফ জায়ান্টস ও এমআই এমিরেটস তাঁদের প্রথম ম্যাচ খেলবে ৪ ডিসেম্বর। লিগ পর্বে দুটি করে ম্যাচ রাখা হয়েছে। লিগপর্ব শেষ হবে ২৮ ডিসেম্বর।
৩০ ডিসেম্বর থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুটি দল। জয়ীরা চলে যাবে ফাইনালে, হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জেতা দলের বিপক্ষে। এলিমিনেটর হবে ১ জানুয়ারি, ২ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।
ILT20 Official schedule is out. ILT20 Season 4 will start from 2 Dec and will continue till 2nd Jan#ILT20 #T20Cricket #DPWorldILT20 pic.twitter.com/C65azABpni
— Shakeel Khan Khattak (@ShakeelktkKhan) September 3, 2025
আইএলটি২০’র আগের তিনটি আসরের খেলা হয়েছিল দুবাইয়ের তিন ভেন্যু – দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারও এই তিন মাঠেই হবে প্রতিযোগিতাটির ৩৪টি ম্যাচ। গত আসরে ডেসার্টের বিপক্ষে ৪ উইকেটে জিতে শিরোপা জিতেছিল দুবাই ক্যাপিটালস। তার আগের দুটি আসরের শিরোপা পায় এমআই এমিরেটস।