বাঁ-হাতে চোটের জেরে ছিটকে যেতে হয়েছিল এশিয়া কাপ (Asia Cup) থেকে। এবার সেই চোটই অক্ষর প্যাটেলের (Axar Patel) নাম কাটিয়ে দিলে ভারতীয় ক্রিকেট বিশ্বকাপের (Team India for World Cup) দল থেকে। তাঁর জায়গায় শেষ মুহূর্তে দলে ঢুকলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravidchandran Ahwin)।
🚨 BREAKING: India make late change to #CWC23 squad with all-rounder set to miss out due to injury!
Details 👇https://t.co/oa6htByQmz
— ICC (@ICC) September 28, 2023
বাংলাদশের সঙ্গে এশিয়ার কাপের সুপার ফোর ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্পিনবোলার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এর ফলে ভারতের হয়ে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারেননি তিনি। পরে চিকিৎসক পরীক্ষা করে দেখেন আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সময়ও সম্পূর্ণ সুস্থ হবেন না অক্ষর।
আর এর ফলেই একদম শেষ মুহূর্তে তাঁর জায়গায় বিশ্বকাপের ১৫ জনের দলে নেওয়া হল বর্ষীয়াব স্পিনার রবিচন্দন অশ্বিনকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলায় দুর্দান্ত কামব্যক করেছেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি ম্যাচে চারটি উইকেট নিয়েছে। তাই বিশ্বকাপের জন্য অক্ষরের জায়গায় অশ্বিনকেই বেছে নেন নির্বাচকরা। আরও পড়ুন: Pakistan Team's Food Menu in Hyderabad: হায়দরাবাদি বিরিয়ানি, মাটন কারি থেকে জনপ্রিয় বাটার চিকেন, কি রয়েছে পাকিস্তানের মেনুতে