ICC World Cup 2019: ছিমছাম বোধন অনুষ্ঠানের পর আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ
বিশ্বকাপের দশ অধিনায়কের সঙ্গে রানী এলিজাবেথ। (Photo Credits: Twitter))

লন্ডন, ৩০ মে: একেবারে ছিমছাম একটা অনুষ্ঠান। অলিম্পিক থেকে এশিয়ান গেমস, কিংবা ফুটবল বিশ্বকাপ। অথবা আগের ক্রিকেট বিশ্বকাপগুলি। উদ্বোধনী অনুষ্ঠান বলতে যে চোখধাঁধানো জমকালো বর্ণাঢ্য আয়োজন থাকে তা নয়। বরং রানীর দেশে মনছোঁয়া কার্নিভাল স্টাইলের পার্টির বোধন অনুষ্ঠানের মধ্যে দিয়েই শুরু হল বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ (ICC World Cup 2019)। অনুষ্ঠানে মাইক হাতে মাতালেন ইংল্যান্ডের প্রাক্তন অ্যান্ড্রু ফ্লিনটফ।

কয়েক দফায় বাকিংহাম প্যালেসের সামনের রাস্তায় 'শর্ট বাট সুইট'অনুষ্ঠান আয়োজিত হল। আয়োজক দশ দলের অধিনায়করা এদিন হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের পার্টিতে৷ পরে বাকিংহ্যাম প্যালেসে রানির সঙ্গে দেখা করেন বিরাট কোহলি-সরফরাজ আহমেদ-অ্যারন ফিঞ্চরা। ৷ রানির সঙ্গে দশ দলের অধিনায়ক গ্রুপ ছবিও তোলেন৷ প্রিন্স হ্যারিও দেখা করেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির ক্যাপ্টেনদের সঙ্গে৷ এতো গেল মাঠের বাইরের বোধনের কথা। আজ ভারতীয় সময় দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে আসল বাইশ গজের যুদ্ধ। প্রথম ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নিয়ে সব সময়ই আগ্রহ থাকে। ডেল স্টেইন না খেললেও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ জমে যাওয়ার সব উপকরণ তৈরি আছে।

ভারতের অভিযান শুরু হচ্ছে ৫ জুন, সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তারপর কোহলিরা খেলবেন ওভালে ৯ জুন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিউইরা হবেন কোহলিদের তৃতীয় প্রতিপক্ষ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৩ জুন, নটিংহ্যামে। তারপর মেগা ম্যাচ। ১৬জুন ম্যানচেস্টারে মুখোমুখি ভারত-পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধে ২৩ জুন টিম ইন্ডিয়া খেলবে তাদের পঞ্চম ম্যাচে। রাউন্ড রবীন লিগে ভারতের শেষ চারটি ম্যাচ- ওয়েস্ট ইন্ডিজ (২৭ জুন), ইংল্যান্ড (৩০ জুন), বাংলাদেশ (২ জুলাই), শ্রীলঙ্কা (৬ জুলাই)।