মুম্বই, ১৭ মে: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019) -এর প্রাইজমানি বাড়িয়ে দিল আইসিসি (ICC)। আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলেশে হতে চলা বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি দেওয়ার কথা ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। গতবারের চেয়ে বেশ অনেকটাই বাড়ছে প্রাইজমানি। এবার ইংল্যান্ডে যে দেশ বিশ্বকাপ জিতবে তারা পাবে ৪০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ কোটি ০৭ লক্ষ টাকার মত। রানার্স দল পাবে তার ঠিক অর্ধেক। গতবার বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া পেয়েছিল ৩৭ লক্ষ মার্কিন ডলার। আর রানার্স নিউজিল্যান্ড পেয়েছিল ১৭.৫ লক্ষ মার্কিন ডলার। আসন্ন বিশ্বকাপ ৪৬দিন ধরে চলবে। অংশ নেবে ১০টি দেশ। খেলা হবে ১১টি কেন্দ্রে।
এবারের টুর্নামেন্টে ছোট দেশগুলি না থাকায় সব ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার আশা করা হচ্ছে। রেকর্ড টিআরপি-র আশাও করা হচ্ছে। বিশ্বকাপ থেকে আইসিসি-র রোজগারের বেশিরভাগটাই আসে টিভি স্বত্ত্ব ও স্পন্সরদের কাছ থেকে। টিভি স্বত্ত্বে রেকর্ড পরিমান টাকা রোজগার করেছে আইসিসি। স্পন্সররাও এসেছে রেকর্ড টাকায়। তাই পুরস্কার মূল্য বাড়াটাই স্বাভাবিক। ২০০৭ ক্য়ারিবিয়ান বিশ্বকাপ সুপার ফ্লপ হওয়ার পর ২০১১ ও ২১০৫ বিশ্বকাপ দারুণ সফল হয়েছিল। ২০১৯-এ ইংল্যান্ডেও দারুণ একটা বিশ্বকাপের আশায় আইসিসি। আসন্ন বিশ্বকাপ স্মরণীয় করে রাখার জন্য নানা উদ্যোগ নিয়েছে আইসিসি। শুধু ইজমানিতেই নয়, টুর্নামেন্ট সম্প্রচারের জন্য নেওয়া হবে অত্যাধুনিক প্রযুক্তি। নিঃসন্দেহে টুর্নামেন্টটিকে তা দেবে ভিন্নমাত্রা।
বিশ্বকাপের পুরস্কার মূল্য এক নজরে--
চ্যাম্পিয়ন দল- ৪০ লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ২৮ কোটি টাকা
রানার্স দল- ২০ লক্ষ মিলিয়ন
সেমিফাইনালিস্ট দুই দল প্রত্যেকে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার
প্রথম পর্বের প্রতিটি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার।
রাউন্ড রবীন লিগ থেকে বিদায় নেওয়া ছয় দলকে দেওয়া হবে ১ লক্ষ মার্কিন ডলার করে।
মোট পুরস্কার মূল্য ১ কোটি মার্কিন ডলার