ICC Women's T20 World Cup 2026: আগামী আইসিসি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ICC Women's T20 World Cup 2026) শুরু হতে চলেছে ১২ জুন। এর ফাইনাল ৫ জুলাই লন্ডনের আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord’s Cricket Ground) আয়োজিত হবে। এছাড়া বার্মিংহামের এজবাস্টন, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, লিডসের হেডিংলি, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড, লন্ডনের কেনিংটন ওভাল ও ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে হবে টুর্নামেন্টের বাকি ম্যাচ। আজ, বৃহস্পতিবার (১ মে) লর্ডসে এক উদ্বোধনী অনুষ্ঠানে ভেন্যু ও তারিখ ঘোষণা করা হয়। চ্যাম্পিয়নশিপের ৩৩টি ম্যাচ ২৪ দিনে খেলা হবে। আসন্ন বিশ্বকাপে ১২টি দল থাকবে, যা এই প্রতিযোগিতার সবচেয়ে বেশী দল সংখ্যা। এর আগে ২০১৭ মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও আয়োজন করেছিল লর্ডস। Bangladesh Cricket, ICC Womens World Cup 2025: মহিলা বিশ্বকাপের যোগ্যতা অর্জন বাংলাদেশের, প্রথমবার ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল লর্ডসে
Next year's Women's T20 World Cup in England will begin on June 12, with the final to be hosted at Lord's on July 5 🏆 pic.twitter.com/DuaZq7XAKl
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 1, 2025
ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি দলগুলো বাছাই করা হবে আগামী বছরের বাছাইপর্বের মাধ্যমে। ১২টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করে নকআউট পর্ব ও গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। গত অক্টোবরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। ২০২০ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র একবার ফাইনাল খেলে ভারত এখনও শিরোপা জিততে পারেনি।