এশিয়ান কোয়ালিফায়ারের ম্যাচে গতকাল (১৩ নভেম্বর,বুধবার) আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতকে আট উইকেটে পরাজিত করে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে চলা আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৫-এর জন্য যোগ্যতা অর্জন করল নেপাল। এই জয়ের পর নেপাল ২০২৪ সালের এশিয়ান ক্রিকেট কন্ট্রোল (ACC) আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্যও যোগ্যতা অর্জন করেছে।
#Nepal's U19 Women's Cricket team qualifies for ICC T20 Women's U-19 World Cup 2025. #U19WorldCup2025 #ICC pic.twitter.com/JppfOE9qoC
— All India Radio News (@airnewsalerts) November 14, 2024
ফাইনাল ম্যাচের দিন পর্যন্ত, সংযুক্ত আরব আমিরাত ছিল একমাত্র অপরাজিত দল অন্যদিকে নেপাল তার পাঁচটি খেলার মধ্যে চারটিতে জয় পেয়েছিল। তাই সকলের চোখ ছিল ফাইনাল ম্যাচের দিকে কারণ দুই ফেভারিট নেপাল এবং সংযুক্ত আরব আমিরাত নির্ধারক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাছাইপর্বের খেলায় নেপালের একমাত্র পরাজয় হয় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে, সেখানে নেপাল হেরে যায় ১৩ রানে। তবে নির্ধারক ম্যাচে নেপাল বুধবার আরও ভালো পারফরম্যান্স দিয়ে সেই হারের জবাব দেয় সংযুক্ত আরব আমিরাতকে ২০ ওভারের খেলায় ১৬ ওভারের নিচে তাদেরকে পরাজিত করে। টি-২০ ম্যাচে ১৬-ওভারের মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় ছিল কারণ তাদের পয়েন্ট ছিল ১০, সেক্ষেত্রে নেপাল জিতলে ১০ পয়েন্ট হলেও নেট রানরেট বাড়িয়ে নেওয়া প্রয়োজন ছিল। নেপাল নেট রান রেটে সংযুক্ত আরব আমিরাতকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে।
অন্যদিকে গ্রুপ পর্বে থাকা কুয়েত একটিও জয় ছাড়াই কোয়ালিফায়ারে তার অভিযান শেষ করেছে। থাইল্যান্ড বাছাইপর্বের ১১তম ম্যাচে কুয়েতকে ১০৪ রানে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। থাইল্যান্ডের অন্য জয়টিও এসেছে ৯ নভেম্বর কুয়েতের বিপক্ষে।