টি-২০ বিশ্বকাপ (2020 T20 World Cup) বাতিল করায় আইসিসি-কে (ICC) তুলোধোনা করলেন পাকিস্তানের প্রাক্তন দুই ক্রিকেটার শোয়েব আখতার (Shoaib Akhtar) ও রশিদ লতিফ (Rashid Latif)। তাঁদের অভিযোগ, আইপিএল-র (IPL 2020) কারণেই এই টুর্নামেন্ট বাতিল করেছে আইসিসি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস একটি ইন্টারভিউতে বলেন, এই বছর এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ আয়োজন করা যেত। কিন্তু, আমি জানতাম আইসিসি তা করবে না।
শোয়েব বলেন, "টি-২০ বিশ্বকাপ করা যেত। আমি ও রশিদ আগেও বলেছি যে আইসিসি তা হত দেবে না। কারণ আইপিএল। কারণ আইপিল হবে না তাহলে। টি-২০ বিশ্বকাপ নরকে যাক..। ক্রিকেটকে রক্ষা করতে হবে ভারতকে। না হলে এটা আমারই একমাত্র ক্ষতি করবে না।" আরও পড়ুন: Kolkata: ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল, বিজেপি ছাড়লেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন
এদিকে এশিয়া কাপ বাতিলের কথা আগেই ঘোষণা করে দেওয়ায় বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির দিকে আঙুল তুলেছেন রশিদ লতিফ। তিনি বলেন, সৌরভ আগেই ঘোষণা করে দিলেন অফিশিয়াল ঘোষণা হওয়ার আগেই। পিসিবি বা শ্রীলঙ্কা বোর্ড কি তাঁকে বলেছিল। সব কিছু পরিকল্পনামাফিক হয়েছে।"