Virat Kohli and Rohit Sharma (Photo Credits: Getty Images)

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ক্রমতালিকা (ICC Men’s ODI Rankings 2020) প্রকাশ করল আইসিসি। র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর রেটিং ৮৭০। ৮৪২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থান রয়েছেন রোহিত শর্মা। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ ভারত হারলেও দুটো হাফ সেঞ্চুরি করেছেন কোহলি। সেই কারণেই শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ পাঁচে একমাত্র পরিবর্তন হল অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচের সিরিজে ২৪৯ রান করেছেন তিনি। গতবার যদিও তিনি ৪ নম্বরে ছিলেন। ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ২১০ রান করেছেন। চোটের জন্য শেষ ওয়ানডে না খেললেও ডেভিড ওয়ার্নার ৭৭৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করতে এবং ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চাশের মধ্যে প্রবেশ করতে সহায়তা করেছে। ৫৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ৪৯ তম স্থানে রয়েছেন। আরও পড়ুন: India vs England 2021: মোতেরা স্টেডিয়ামে দিন-রাতের টেস্ট, জেনে নিন ভারত-ইংল্যান্ড সম্পূর্ণ ক্রীড়াসূচি

আইসিসি একদিনের ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে একমাত্র ভারতীয় জশপ্রীত বুমরা। ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তিন নম্বরে। নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ৭২২ রেটিং নিয়ে ১ নম্বরে রয়েছেন। আফগানিস্তানের মুজিব-উর-রহমান আছেন ২ নম্বরে।