ভারতে ফের দিন-রাতের টেস্ট! বিসিসিআই ( সচিব জয় শাহ (Jay Shah) বৃহস্পতিবার জানিয়েছেন যে ভারত-ইংল্যান্ডের (India vs England 2021) মধ্যে একটি দিন-রাতের গোলাপী বলে টেস্ট খেলা হবে। ২৪-২৮ ফেব্রুয়ারি আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) হবে এই টেস্ট। এছাড়া মোতেরা স্টেডিয়ামেই হবে ভারত বনাম ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে এসে জয় শাহ বলেন, প্রথম টেস্ট ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং ২৪ ফেব্রুয়ারি থেকে ডে-নাইট টেস্ট মোতেরা স্টেডিয়ামে হবে। শাহ আরও জানিয়েছেন যে ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচই মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ডের ভারত সফর দিয়েই ভারতের মাটিতে ক্রিকেট ফিরছে। ২০২০ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো পিচে বল গড়াবে। শেষবার অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারত সফর করেছিল। ২০২০ সালের মার্চে নিউজিল্যান্ড সফর করেছিল টিম ইন্ডিয়া। এরপরই করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ক্রিকেট বন্ধ হয়ে যায়।আরও পড়ুন: SC East Bengal vs Jamshedpur FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি; জেনে নিন সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ভারত-বনাম ইংল্যান্ড সম্পূর্ণ ক্রীড়াসূচি :-
England’s tour of India, 2020/21 – Test series | |||
S.No. | Date | Match | Venue |
1 | 5th - 9th Feb | 1st Test | Chennai |
2 | 13th - 17th Feb | 2nd Test | Chennai |
3 | 24th – 28th Feb | 3rd Test (D/N) | Ahmedabad |
4 | 4th – 8th March | 4th Test | Ahmedabad |
England’s tour of India, 2020/21 – T20I series | |||
S.No. | Date | Match | Venue |
1 | 12th March | 1st T20I | Ahmedabad |
2 | 14th March | 2nd T20I | Ahmedabad |
3 | 16th March | 3rd T20I | Ahmedabad |
4 | 18th March | 4th T20I | Ahmedabad |
5 | 20th March | 5th T20I | Ahmedabad |
England’s tour of India, 2020/21 – ODI series | |||
S.No. | Date | Match | Venue |
1 | 23rd March | 1st ODI | Pune |
2 | 26th March | 2nd ODI | Pune |
3 | 28th March | 3rd ODI | Pune |
বিরাট কোহলিরা বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে। ওয়ানডে সিরিজ হারলেও টি টোয়েন্টি সিজিজ জিতে নেয় কোহলি বাহিনী। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ।