আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩ ১৮ জুন থেকে জিম্বাবয়ে শুরু হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল সুপার সিক্স পর্বে যাবে। সুপার সিক্স-এ গ্রুপ পর্বে বিপরীত গ্রুপের দলগুলোর বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের সবগুলো পয়েন্টই সুপার সিক্স পর্বে নিয়ে যাওয়া হবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার-সিক্স পর্ব, শেষ হবে ৭ জুলাই এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালিস্ট দুই দল ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবে। বাছাইপর্বে অংশ নেওয়া ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড, জিম্বাবয়ে নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র। 'বি' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
গত ম্যাচে নেপাল আমেরিকাকে ৬ উইকেটে পরাজিত করে এবং ওয়েস্ট ইন্ডিজও ৩৯ রানে আমেরিকাকে পরাজিত করে। অন্যদিকে, জিম্বাবয়ের কাছে ৬ উইকেটে হেরে যায় নেদারল্যান্ড। আমেরিকা এখনও গ্রুপ পর্বে জয়ের মুখ দেখেনি।
Match 03 is here🌟 Nepal vs West Indies is set for the ICC World Cup qualifier and the team is ready to play! 🇳🇵🏆
Show your support and predictions for the RHINOS by commenting below!#NepalCricket #ICCWorldCupQualifier #Rhinos #weCAN #CWC23 #RoadToICC2023 pic.twitter.com/BF7L5hmQYO— CAN (@CricketNep) June 22, 2023
কখন থেকে শুরু হবে নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১২ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব?
নেপাল বনাম ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ড বনাম আমেরিকা, ২০২৩ একদিবসীয় বিশ্বকাপ বাছাইপর্ব অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ডিজনি+ হটস্টার অ্যাপে।