Rohit Sharma (Photo Credit: BCCI/ X)

আইপিএল আবহের মধ্যেই ক্রিকেট কেরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা (Rohit Sharma)। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর ঘোষণা করে সকলকে চমকে দিলেন তিনি। সম্প্রতি তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে, তার আগে টি-২০ বিশ্বকাপেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সাম্প্রতিক কালে এত সাফল্য পাওয়ার পর রোহিতের আচমকা এই সিদ্ধান্তে হতবাক ভক্তরা। যদিও তাঁর এই সিদ্ধান্তকে গ্রহণ করেছে বিসিসিআই। অন্যদিকে আইসিসির চেয়ারম্যান জয় শাহ রোহিতকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন।

শুভেচ্ছা জানালেন জয় শাহ

জয় শাহ লিখেছেন, টেস্ট ক্রিকেটে সাহসী নেতৃত্ব, এবং এই দীর্ঘ ফরম্যাটে দর্শকদের মনোরঞ্জন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঠ এবং মাঠের বাইরে আপনার আগামী ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।

দেখুন পোস্ট

ইংল্যান্ড সফরের আগে কেন রোহিতের অবসর ঘোষণা?

আসলে সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে ভারতের হয়ে অধিনায়কত্ব সামলানোর কথা ছিল রোহিতের। কিন্তু টেস্ট ফরম্যাটে তাঁর পাারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠছিল। আগামী টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে কোনও তরুণ ক্রিকেটারকে অধিনায়কের দায়িত্ব দিতে চাইছিল বিসিসিআই। সেটা আগে থেকে বুঝতে পেরেই অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মা।