ICC Awards 2019: একদিনের ক্রিকেটে বর্ষসেরা রোহিত শর্মা, বিরাট কোহলি জিতেলেন 'স্পিরিট অফ ক্রিকেট' পুরস্কার
রোহিত শর্মা ও বিরাট কোহলি (Photo Credits: IANS)

দুবাই, ১৫ জানুয়ারি: আইসিসি অ্যাওয়ার্ড (ICC Awards) তালিকায় বর্ষসেরা ওডিআই (2019 ODI Cricketer of the Year) ক্রিকেটার হলেন রোহিত শর্মা (Rohit Dharma)। ২০১৯ সালে ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে ছিলেন হিটম্যান। ২০১৯ সালে তিনি ৭টি সেঞ্চুরি হাঁকান। যার মধ্যে বিশ্বকাপেই ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এটাই এক বিশ্বকাপে কোনও ক্রিকেটারের করা সর্বাধিক শতরানের রেকর্ড। টেস্টে রোহিত ৩টি সেঞ্চুরি করেন। অন্যদিকে ২০১৯ সালের 'স্পিরিট অফ ক্রিকেট' (Spirit of Cricket award) পুরস্কার পাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের একটি ম্যাচে স্টিভ স্মিথকে উত্যক্ত করতে থাকেন দর্শকরা। সেই সময় ব্যাট করছিলেন বিরাট। তিনি দর্শকদের স্মিথকে উত্যক্ত করার বদলে হাততালি দিয়ে উৎসাহ দিতে বলেন। সেই কারণেই বিরাটকে সম্মানিত করল আইসিসি।

অন্যদিকে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বেন স্টোকস (Ben Stokes)। স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (Sir Garfield Sobers Trophy) জিতেছেন তিনি। ইংল্যান্ডকে প্রথমবারের জন্য বিশ্বকাপ দেওয়া থেকে, অ্যাসেজ সিরিজে একে হাতে ১ উইকেটের পুঁজি নিয়ে লিডসে ইংল্যান্ডকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ফেরানো। ২০১৯ সালে টেস্ট থেকে শুরু করে ওডিআই, ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন স্টোকস। এবার আইসিসির বর্ষেসেরা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার। ২০১৯ সালে ৫৯টি টেস্ট উইকেট নিয়ে আইসিসির বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins)। টেস্টে দারুণ বোলিং করেছেন কামিন্স। আরও পড়ুন:  India vs Australia 1st ODI 2020: ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে লজ্জার হার ভারতের

টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্মে থাকা অস্ট্রেলিয়ার মারনুস লাবুসচাগনেকে (Marnus Labuschagne) বছরের সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে। মারনুস লাবুসচাগনে তাঁর দেশের হয়ে ১১ ম্যাচে ১১০৪ রান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক সাত রানে ছয় উইকেট নেওয়ার জন্য টি-২০-তে 'পারফরম্যান্স অফ দ্য ইয়ার' পুরস্কার পেয়েছেন ভারতের দীপক চাহার (Deepak Chahar)। ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট ক্রিকেটার রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth) আইসিসির 'আম্পায়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড' পেয়েছেন। স্কটল্যান্ডের কাইল কোয়েজার, যিনি ২০১৯ সালে ৪৮.৮৮ গড়ে রান করেছেন, বছরের সেরা সহযোগী ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন।