সম্প্রতি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় সন্ত্রাসী হামলায় (Vaishno Devi Terrorist Attack) ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে পাকিস্তানের পেসার হাসান আলী (Hassan Ali) তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। রবিবার সন্ধ্যায় বেশ কয়েকজন তীর্থযাত্রীকে ধর্মীয় স্থান বৈষ্ণোদেবীতে নিয়ে যাওয়া বাসটিতে পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা চালায় বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী যখন রেকর্ড তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন এবং নিউ ইয়র্কে ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ম্যাচ চলছিল তখন এই হামলা হয়েছিল। জানা গেছে যে চার পাকিস্তানি সন্ত্রাসী জম্মু ও রিয়াসির কাশ্মীরে ১০ তীর্থযাত্রীকে হত্যা করেছে এবং কয়েক ডজনেরও বেশি আহত করেছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বৈষ্ণোদেবীর তীর্থযাত্রায় আসা লোকদের উপর ভয়ঙ্কর সন্ত্রাসীদের সন্ধান শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে ২০ জন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে। তবে রিয়াসিতে হিন্দু তীর্থযাত্রীদের উপর সন্ত্রাসবাদী হামলার নিন্দা করা কয়েকজন পাকিস্তানির মধ্যে হাসান আলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে 'অল আইজ অন বৈষ্ণো দেবী' শেয়ার করে নিন্দা করেন। Ritika Sajdeh Instagram Story: ইজরায়েলের আক্রমণে পড়া রাফার প্রতি সহানুভূতি দেখিয়ে ইনস্টা পোস্ট রোহিত শর্মার স্ত্রী রিতিকার!
দেখুন সেই পোস্ট
Hassan Ali's Instagram story in support of Hindu pilgrims. pic.twitter.com/ZGE4wxXkch
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 12, 2024
রিয়াসিতে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হিন্দুদের প্রতি সমবেদনা প্রকাশ করায় মনে হয় পাকিস্তানে সমালোচনার মুখে পড়েন হাসান আলী। নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) আলি লিখেছেন, সন্ত্রাসবাদ ও সহিংসতা একটি গুরুতর ইস্যু এবং নিরপরাধ মানুষের জীবন আক্রান্ত হলে অবশ্যই এর নিন্দা জানানো উচিত। তাঁর কথায়, 'সন্ত্রাসবাদ/হিংসা একটা গুরুতর ইস্যু, তা সে জাতি বা ধর্মের বিরুদ্ধেই হোক না কেন, তাই আমি এটা শেয়ার করলাম। আমি যেখানেই পারি শান্তিকে সমর্থন করার চেষ্টা করি। আমি সবসময় গাজায় হামলার নিন্দা জানিয়ে এসেছি এবং যেখানেই নিরীহ মানুষের ওপর হামলা হচ্ছে সেখানেই তা অব্যাহত রাখব। প্রতিটি মানুষের জীবনই গুরুত্বপূর্ণ। আল্লাহ গোয়াদারে যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্নতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বরকত দান করুন। আমিন'
দেখুন পোস্ট
Terrorism/Violence are a serious issue be it against any race or religion hence I had shared this. I try to support peace wherever and however I can. I have always condemned the attacks in Gaza and will continue to do so wherever innocent lives are being attacked. Every human…
— Hassan Ali 🇵🇰 (@RealHa55an) June 12, 2024