হরমনপ্রীত কৌর(Image: ICC)

মুম্বই, ১২ জানুয়ারি: আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women's T20 World Cup)। অস্ট্রেলিয়ার (Australia) সিডনিতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্ট। আজ রবিবারই দলের সদস্যদের নাম ঘোষণা করে দিল আইসিসি। এদিন সংস্থার তরফে জানা গিয়েছে, মহিলা বিশ্বকাপে এবছর ক্যাপটেন হচ্ছেন হরমনপ্রীত কৌর। এছাড়া সুখের খবর, ১৫ সদস্যের দলে নাম রয়েছে বাংলার মেয়ে রিচা ঘোষের।

টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ঘোষণা করা হল। অভিজ্ঞ হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) নেতা বেছে ঘোষিত এই দলে ওমেনস চ্যালেঞ্জার ট্রফি-তে ঝড়ো ব্যাটিং-র সৌজন্যে জায়গা পেয়েছেন বাংলার রিচা ঘোষ। এই ম্যাচ শেষ হচ্ছে ৮ মার্চ। তার আগে হোম টিম ও ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। ৩১ জানুয়ারি থেকে শুরু অনুষ্ঠিত হবে ওই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। চূড়ান্ত পর্যায়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি মেলবোর্নে। হরমনপ্রীত কৌরকে নেতা বেছে দুই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার যথাক্রমে ১৫ ও ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ওমেনস চ্য়ালেঞ্জার ট্রফিতে ২৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলা বাংলার রিচা ঘোষকে এই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। দলে রয়েছেন ১৬ বছরের বিস্ময় বালিকা শাফালি বর্মা। আরও পড়ুন: Cristiano Ronaldo: হ্যাটট্রিক সংখ্যা ৫৬! বিরল রেকর্ড রোনাল্ডোর

দেখে নিন ১৫ সদস্যের দলে রয়েছেন কোন কোন মহারথি-

হরমনপ্রীত কৌর (অধিনায়ক)

স্মৃতি মান্ধানা

শাফালি বর্মা

জেমিমাহ রডরিগেজ

হার্লিন দেওল

দীপ্তি শর্মা

ভেদা কৃষ্ণমূর্তি

রিচা ঘোষ

তানিয়া ভাটিয়া

পুনম যাদব

রাধা যাদব

রাজেশ্বরী গায়েকোয়াড়

শিখা পান্ডে

পূজা ভাস্ত্রাকার

অরুন্ধতী রেড্ডি

নুজহাত পারভিন