আজ ১৭ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ২৩ নম্বর ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আজ এটি ডাবলহেডারের দ্বিতীয় ম্যাচ। এবারের আসরে গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস দুই দলই চার ম্যাচে তিনটি করে জয় পেয়েছে। টাইটান্সের বোলিং আক্রমণের বিভিন্নতা বেশি হলেও রয়্যালসের ব্যাটিং ইউনিটই তাদের সাফল্যের কারণ। চার ম্যাচে তিন জয়ে হার্দিক পাণ্ড্য অ্যান্ডের দল বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। সঞ্জু স্যামসনের দলের সমান রেকর্ড হলেও ভালো নেট রান রেটের জন্য তারা দখল করে রেখেছে প্রথম স্থান।
It's time to welcome our neighbours home for a rematch of last year's final 😁#TitansFAM, see you there for another electrifying evening ⚡🙌#GTvRR #AavaDe #TATAIPL 2023 pic.twitter.com/783R6derdp— Gujarat Titans (@gujarat_titans) April 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?
১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস।
কখন থেকে শুরু হবে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।