শিকার অভিযানে গিয়ে চিতাবাঘের কামড়ে আহত হওয়ার পর হারারেতে জরুরি অস্ত্রোপচার করিয়েছেন জিম্বাবয়ের প্রাক্তন অলরাউন্ডার গাই হুইটল (Guy Whittall)। এই সপ্তাহের শুরুতে ঘটনাটি ঘটেছিল। তার স্ত্রী হ্যানা স্টুকস-হুইটল (Hannah Stooks-Whittall) একটি ফেসবুক পোস্টে ঘটনাটি নিশ্চিত করেছেন, সেখান থেকে জানা যায় হুইটলের হাত ও পায়ে চোট লাগার পাশাপাশি তার মাথায় ৫ ইঞ্চি ক্ষত হয়েছে। সেই ছবিতে রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাঁকে, পরবর্তী একটি ছবিতে হুইটলকে মাথায় ভারী ব্যান্ডেজ করা অবস্থায় হাসপাতালে দেখা যায়। হামলায় তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। হ্যানা জানিয়েছেন, তার স্বামীর আঘাতগুলি আরও গুরুতর হতে পারত যদি না তার বিশ্বস্ত কুকুর চিকারা সঙ্গে থাকত, যে চিতাবাঘটির সঙ্গে লড়াই করে। চিতাবাঘের কামড় থেকে উদ্ধার করে আনার পর চিকারা এখন পশু চিকিৎসকদের কাছে রয়েছে। বেশ কয়েক বছর আগে, হুইটলের ঘুমন্ত অবস্থায় তার বিছানার নীচে আট ফুটের কুমির পাওয়া যায়। ZIM Squad, BAN vs ZIM: বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবয়ের
Former Zimbabwean Cricketer Guy Whittall has been hospitalised after miraculously surviving a leopard attack while out on a walk with his dog at a conservancy he owns in Humani, Zimbabwe.
His dog Chikara defended him from the leopard but both were mauled and lost a lot of blood.… pic.twitter.com/EAsuriNB2k
— Adam Theo🇿🇼🏏 (@AdamTheofilatos) April 25, 2024
২০১৩ সালে হুইটল আবিষ্কার করেন যে আট ফুট, ১৬৫ কেজি ওজনের একটি নীল নদের কুমির নিকটবর্তী তুরগওয়ে নদী থেকে গেম রিজার্ভে তার বেডরুমে প্রবেশ করেছে এবং সেখানে খাটের তলায় রাত কাটিয়েছে। সেই সময় হুইটল বিছানার পাশে পা ঝুলিয়ে বসেছিলেন এবং গৃহকর্মীর সেই কুমির দেখে ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে তিনি ঘটনাটি বুঝতে পারেন। মেইল অনলাইনকে তাঁর স্ত্রী বলেন, 'সে সত্যিই একজন ভাগ্যবান মানুষ। প্রথমে তার কাছে আসে কুমির, এখন চিতাবাঘ, সে আসলে নয়টি প্রাণ পাওয়া বিড়াল (he really is the cat with nine lives)।' ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলা হুইটল এখন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হুমানিতে পরিবারের সঙ্গে সাফারির ব্যবসা চালান।
Former Zimbabwean Cricketer Guy Whittall wekumbopindirwa negarwe mu bedroom has been attacked by a Leopard this time
Former Zimbabwe cricketer has cheated death again after being attacked by leopard – years after he woke to find an eight foot long crocodile hiding under his… pic.twitter.com/JHMfe6Dz3q
— Zim-Celebs (@zimcelebs1) April 24, 2024