Guy Whittall Leopard Attack: চিতাবাঘের আক্রমণে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি জিম্বাবয়ের প্রাক্তন অলরাউন্ডার গাই হুইটল
Guy Whittall (Photo Credits: X)

শিকার অভিযানে গিয়ে চিতাবাঘের কামড়ে আহত হওয়ার পর হারারেতে জরুরি অস্ত্রোপচার করিয়েছেন জিম্বাবয়ের প্রাক্তন অলরাউন্ডার গাই হুইটল (Guy Whittall)। এই সপ্তাহের শুরুতে ঘটনাটি ঘটেছিল। তার স্ত্রী হ্যানা স্টুকস-হুইটল (Hannah Stooks-Whittall) একটি ফেসবুক পোস্টে ঘটনাটি নিশ্চিত করেছেন, সেখান থেকে জানা যায় হুইটলের হাত ও পায়ে চোট লাগার পাশাপাশি তার মাথায় ৫ ইঞ্চি ক্ষত হয়েছে। সেই ছবিতে রক্তাক্ত অবস্থায় দেখা যায় তাঁকে, পরবর্তী একটি ছবিতে হুইটলকে মাথায় ভারী ব্যান্ডেজ করা অবস্থায় হাসপাতালে দেখা যায়। হামলায় তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়। হ্যানা জানিয়েছেন, তার স্বামীর আঘাতগুলি আরও গুরুতর হতে পারত যদি না তার বিশ্বস্ত কুকুর চিকারা সঙ্গে থাকত, যে চিতাবাঘটির সঙ্গে লড়াই করে। চিতাবাঘের কামড় থেকে উদ্ধার করে আনার পর চিকারা এখন পশু চিকিৎসকদের কাছে রয়েছে। বেশ কয়েক বছর আগে, হুইটলের ঘুমন্ত অবস্থায় তার বিছানার নীচে আট ফুটের কুমির পাওয়া যায়। ZIM Squad, BAN vs ZIM: বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবয়ের

২০১৩ সালে হুইটল আবিষ্কার করেন যে আট ফুট, ১৬৫ কেজি ওজনের একটি নীল নদের কুমির নিকটবর্তী তুরগওয়ে নদী থেকে গেম রিজার্ভে তার বেডরুমে প্রবেশ করেছে এবং সেখানে খাটের তলায় রাত কাটিয়েছে। সেই সময় হুইটল বিছানার পাশে পা ঝুলিয়ে বসেছিলেন এবং গৃহকর্মীর সেই কুমির দেখে ভয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে তিনি ঘটনাটি বুঝতে পারেন। মেইল অনলাইনকে তাঁর স্ত্রী বলেন, 'সে সত্যিই একজন ভাগ্যবান মানুষ। প্রথমে তার কাছে আসে কুমির, এখন চিতাবাঘ, সে আসলে নয়টি প্রাণ পাওয়া বিড়াল (he really is the cat with nine lives)।' ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিম্বাবয়ের হয়ে ৪৬টি টেস্ট ও ১৪৭টি ওয়ানডে খেলা হুইটল এখন দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হুমানিতে পরিবারের সঙ্গে সাফারির ব্যবসা চালান।