India Cricket Youth Stars (Photo Credits: BCCI & BCCI Domestic/ X)

Ranji Trophy: ভারতের টেস্ট তারকা রোহিত শর্মা (Rohit Sharma), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), শুভমন গিল (Shubman Gill) এবং ঋষভ পন্থ (Rishabh Pant) রঞ্জি ট্রফি ক্রিকেটে ফিরে প্রভাব ফেলতে ব্যর্থ হন। এই তারকারা ঘরোয়া ক্রিকেটে বড় প্রভাব ফেলবে বলে আশা করা হয়েছিল তবে বৃহস্পতিবার তাদের নিজ নিজ ম্যাচে সস্তায় আউট হওয়ায় তারা তা করতে ব্যর্থ হয়েছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্ণাটকের বিরুদ্ধে পঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করার পরিবর্তে প্রভসিমরন সিংয়ের সঙ্গে জুটি বেঁধেছেন গিল। তবে তার ইনিংসটি সংক্ষিপ্ত হয়। তিনি আট বলে মাত্র চার রানে আউট হন কিপারের কাছে ক্যাচ দিয়ে। অন্যদিকে, রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম গ্রাউন্ড সি-তে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে ১০ বলে মাত্র ১ রান করেন ঋষভ পন্থ। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার ২০১৭ সালের ডিসেম্বরের পর তার প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলছেন। Who is Umar Nazir? রোহিত-রাহানেকে আউট করে মুম্বইকে বিপদে ফেললেন জম্মুর পেসার, কে এই উমর নাজির?

সিঙ্গেল ডিজিটেই ফিরলেন গিল, জয়সওয়াল, পন্থ

এছাড়া জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে ইনিংস ওপেন করেন রোহিত ও যশস্বী। তবে এই জুটি প্রথম ছয় ওভারে জম্মু কাশ্মীরের বোলারদের থামাতে ব্যর্থ হয়। লেগ বিফোর উইকেটে পেসার আকিব নবীর বলে আউট হন জয়সওয়াল। ঘরোয়া টুর্নামেন্টে অস্ট্রেলিয়ায় দুর্দান্ত সফরের পর সুযোগ কাজে লাগাতে পারেননি এই তরুণ তারকা। এদিকে ভারতের অধিনায়ক রোহিত ধীর গতিতে এবং সতর্কতার সাথে খেলতে চেয়েছিলেন, তবে তার শট মেকিংয়ে স্বচ্ছতার অভাবের কারণে তিনি ফের টপ এজে আউট হন। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা প্রথম শ্রেণির ক্রিকেটে খারাপ শুরু করেন। নিজের প্রথম ওভারেই ৯ রান দেন তিনি। তবে নিজের ঝুলিতে দুই উইকেট নিতে সক্ষম হন এই অলরাউন্ডার।