DPL Fixing Controversy, Cricket Viral Video: সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগের (Dhaka Premier League) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের (Shinepukur Cricket Club) ডিপিএলের সেই ম্যাচে তখন সাত রান প্রয়োজন এবং হাতে মাত্র একটি উইকেট। তখনই ঘটে সেই অবিশ্বাস্য সন্দেহজনক ঘটনা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল মিনহাজুল আবেদীন সাব্বিরের (Minhajul Abedin Sabbir) আজব আউট। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে যখন মিনহাজুল মাঠে নেমে গুলশান ক্রিকেট ক্লাবের (Gulshan Cricket Club) নাইম ইসলামের (Naeem Islam) মুখোমুখি হন। নাইমের করা বল ওয়াইড হয়ে নাগালের বাইরে চলে যায় তখনও মিনহাজুলের হাতে যথেষ্ট সময় ছিল নিরাপদ জায়গায় ফেরার। BAN vs ZIM Test Series 2025: জেনে নিন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজের সূচি, স্কোয়াড এবং সরাসরি সম্প্রচার
ঢাকা প্রিমিয়ার লিগের আউট ঘিরে শুরু ফিক্সিংয়ের গুঞ্জন
When you need just 6 runs with one wicket in hand and get out like that — it clearly looks intentional and strongly suggests fixing. If BCB doesn’t take action, then please stop organizing such domestic tournaments. This is blatant corruption. #BCB #DPL #BangladeshCricket #Shame pic.twitter.com/K8uImm66BN
— Iftikher Lutfur Abdullah (@iftikher2004) April 9, 2025
এরপর উইকেটরক্ষক স্টাম্পিংয়ের চেষ্টা করেন কিন্তু সফল হননি। সেইসময় মিনহাজুলের ব্যাট ক্রিজের ওপর ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি সেটা আর মাটিতে রাখেননি। চোখের পলকে উইকেটরক্ষক আলিফ আবার চেষ্টা করেন। এ বার তিনি স্টাম্প ভেঙে চুরমার হয়ে যায় যা শাইনপুকুরের জয়ের আশা বাড়িয়ে দেয়। এরপর গুলশান ৫ রানের সহজ জয় এবং সুপার লিগের টিকিট নিয়ে মাঠ ছাড়ে। তাদের জয়ের রেকর্ডটি এখন দশ ম্যাচে ছয়টি জয়ে দাঁড়িয়েছে। টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, মাত্র একটি জয় নিয়ে শাইনপুকুর এখন তলানিতে নেমে ফিক্সিংয়ের গুঞ্জনের শিকার হয়েছে।
ডেইলি স্টারের রিপোর্ট বলছে, এই ঘটনায় কমেন্ট্রিতেও শোনা যায় অবিশ্বাসের সুর। একজন বলেন,'মর্মান্তিক! আমি কখনও এরকম কিছু দেখিনি।' গাজী গ্রুপের ক্রিকেটার শামসুর রহমান ফুটেজটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সত্যিই, লজ্জাজনক।' এছাড়া ডিপিএলের আরেক দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের (Partex Sporting Club) কোচ আনোয়ারুল মোস্তাকিম তার খেলোয়াড়দের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খারাপ ক্রিকেট খেলার অভিযোগ এনেছেন। এই ঘটনা জনসাধারণের সন্দেহকে আরও গভীর করেছে। তার দাবি, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিছু খেলোয়াড় এত খারাপ ক্রিকেট খেলছে, যা সন্দেহের উদ্রেক করেছে। পারটেক্সের খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকতে পারেন বলে অভিযোগ তুলে অনেকে তার কাছে সংশয় প্রকাশ করেছেন বলেও জানান তিনি।