
New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চতুর্থ টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ম্যাচটি আয়োজিত হয়েছে। টস জিতে অধিনায়ক এই মাঠেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক সলমন আলী আগা। এই ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পাকিস্তানের বোলারদের ভালভাবে সামলেছে। তিন ম্যাচের পরে সিরিজে নিউজিল্যান্ড ২-১ এগিয়ে রয়েছে। এই ম্যাচে পাকিস্তানের সামনে ২২১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে। যদি এই ম্যাচে নিউজিল্যান্ড জিতে যায় তাহলে সিরিজও কিউইরা জিতে যাবে আর হারলে পাকিস্তানের চান্স থাকবে। ম্যাচের কথা বলতে গেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করেছে। কেউ ২০০ আবার কেউ ২৫০ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছে। NZ vs PAK 4th T20I Toss Update: টসে জিতে প্রথমে বোলিং করছে পাকিস্তান, জানুন চতুর্থ টি২০ ম্যাচের একাদশ
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান চতুর্থ টি-টোয়েন্টি লাইভ স্কোরকার্ড
221 is the target for Pakistan 🎯@HarisRauf14 was the pick of the bowlers with 3-27 in his four overs 💫#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/p4PpinuuD2
— Pakistan Cricket (@TheRealPCB) March 23, 2025
পাকিস্তানের অধিনায়ক সলমনের টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিকভাবে কাজ করেনি। কারণ ৫৯ রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ে, তখন মাত্র ৪.১ ওভার খেলা হয়েছে। এ সময় ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি করে সবার নজর কাড়েন। উল্লেখ্য, ফিন অ্যালেন আইপিএল ২০২৫ এর মেগা অকশনে আনসোল্ড ছিলেন। তার ন্যূনতম দাম ২ কোটি ছিল, কিন্তু তাকে কোন দল তাঁকে নেয়নি। এ জন্যই তিনি পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হয়ে টি২০ সিরিজ খেলছেন তিনি। এরপর ১০৮ রানে দ্বিতীয় উইকেট পড়ে তখন খেলা হয়েছে ৮.১ ওভার। পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আক্রমণাত্মক ব্যাটিং জারি থাকে এবং ১৮তম ওভারে ২০০ রান সম্পূর্ণ হয়। এরপরও কিউই ব্যাটসম্যানরা থেমে যায়নি। তবে, শেষের দুই ওভারে প্রত্যাশার তুলনায় কম রান হয়েছে।
১৯ বলে ফিন অ্যালেনের হাফসেঞ্চুরি
JOB DONE FOR FINN ALLEN ✅
A blistering Fifty off just 19 balls, but got out immediately.#NZvPAK pic.twitter.com/zbybhQCDcH
— Cricketangon (@cricketangon) March 23, 2025