Pak Vs NZ Toss Update (Photo Credit: X)

New Zealand National Cricket Team vs Pakistan National Cricket Team: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল চতুর্থ টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে ম্যাচটি আয়োজিত হয়েছে। আজ ম্যাচের আবহাওয়া ভালো তবে আকাশ আংশিক মেঘলা রয়েছে। তাপমাত্রা ২৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং খেলা চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ২৫%। বে ওভাল, মাউন্ট মাউংগানুইতে এখনও পর্যন্ত ১৯ টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে ১৩টি রান ডিফেন্ড করা দল জিতেছে। তাই টস জিতে অধিনায়ক এই মাঠেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নতুন টি২০ অধিনায়ক সলমন আলী আগা। কিউইদের পেসার ম্যাট হেনরি প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ছিটকে গেলেও এখনও কাঁধের চোট থেকে সেরে উঠতে পারেননি। সেকারণে সিরিজের বাকিটা মিস করবেন। পাকিস্তান জয়ী দল নিয়েই মাঠে নামছে। NZ vs PAK 4th T20I Live Streaming: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, চতুর্থ টি-২০; সরাসরি দেখবেন যেখানে

টসে জিতে প্রথমে বোলিং করছে পাকিস্তান

পাকিস্তানের একাদশঃ সলমন আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, ইরফান খান, খুশদিল শাহ, শাদাব খান, আব্দুল সামাদ, শাহিন শাহ আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশঃ টিম সেইফার্ট, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল হে (উইকেটরক্ষক), মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), জাকারি ফোকস, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ওরুরকে।