সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে প্রথম দেখা হওয়ার কথা স্মরণ করলেন আরেক প্রাক্তন তারকা ব্যাটসম্যান যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি বলেছেন যে সচিনের সঙ্গে যখন তিনি হাত মিলিয়ে ছিলেন তখন মনে হয়েছিল তিনি ঈশ্বরের (God) সঙ্গে হাত মিলিয়েছেন। যুবরাজ তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০০ সালে আইসিসি নক আউট ওয়ানডে টুর্নামেন্ট দিয়ে এবং তিনি সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলেছেন। দুর্দান্ত ক্রিকেট ক্যারিয়ারে যুবরাজ সিং ভারতকে অনেক ম্যাচে জিতিয়েছেন। ২০০৭ সালে টি -২০ বিশ্বকাপ জয় এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
একটি টুইট বার্তায় তাঁকে সাহায্য করার জন্য তেন্ডুলকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুবরাজ লিখেছেন, “ধন্যবাদ মাস্টার। আমরা যখন প্রথম দেখা করেছিলাম তখন আমি অনুভব করেছিলাম যে আমি ঈশ্বরের সঙ্গে হাত মিলিয়েছি। তুমি আমার সবচেয়ে কঠিন সময়ে গাইড করেছো। তুমি আমাকে আমার যোগ্যতায় বিশ্বাস রাখতে শিখিয়েছিলে।" যুবরাজ লেখেন, "তুমি যেমন আমার জন্য করেছো ঠিক সেই রকমই আমি তরুণ ক্রিকেটারদের জন্য একই কাজ করব। তোমার সঙ্গে আরও অনেক দুর্দান্ত স্মৃতির সময় কাটাতে চাইছি।" আরও পড়ুন: Sourav Ganguly: করোনার আবহে রুদ্ধদ্বার আইপিএল-এর চিন্তা ভাবনা করছে বিসিসিআই, বললেন সৌরভ গাঙ্গুলি
Thank u Master. When we 1st met, I felt I have shaken hands with god. U’ve guided me in my toughest phases. U taught me to believe in my abilities. I’ll play the same role for youngsters that you played for me. Looking 4wd to many more wonderful memories with you🙌🏻 https://t.co/YNVLMAxYMg
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 10, 2020
যুবরাজ সিংয়ের অবসরের বর্ষপূর্তিতে আবেগতাড়িত হয়ে পড়েন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। গতকাল টুইটারে যুবির সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ক্রিকেটের ঈশ্বর। যুবরাজের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছেন সচিন। বলেছেন, প্রথম দেখাতেই যুবির ক্ষিপ্রতা তাঁর চোখে পড়েছিল। বিশ্বের যে কোনও মাঠই যুবির ছক্কা হাঁকানো ক্ষমতার তুলনায় ক্ষুদ্র বলে মনে করি।"