আজ ১ ফেব্রুয়ারি কিম্বার্লির ডায়মণ্ড ওভালে স্টেডিয়ামে (Diamond Oval, Kimberley) ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় একদিনের ম্যাচে ৫ উইকেটে জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে আয়োজকরা। টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৪২ রান তোলে। অধিনায়ক জস বাটলার (Jos Buttler) অপরাজিত ৯৪ রান এবং হ্যারি ব্রুক (Harry Brook) ও মইন আলি (Moeen Ali) অর্ধশতরান করেন। প্রোটিয়াদের হয়ে অ্যানরিচ নর্টজে ( Anrich Nortje) দু'টি উইকেট নেন। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) শতরান (১০২) এবং ডেভিড মিলার (David Miller) অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে দলকে ৫ উইকেটের বড় জয় এনে দেন।
কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে কিম্বার্লির ডায়মণ্ড ওভালে স্টেডিয়ামে (Diamond Oval, Kimberley)
কোন সময়ে শুরু হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়।
টিভিতে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইনে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ (FANCODE) এবং ডিজনি+ হটস্টারে (Disney+ Hotstar)।
World Champions!!
Not for this man 😉
Will England have an answer to Anrich Nortje in the final ODI?
Watch #SAvENG 3rd ODI LIVE on FanCode 👉 https://t.co/zLpQfzsyQ4 pic.twitter.com/SpI6SXNo0j
— FanCode (@FanCode) February 1, 2023