২৭ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হবে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ম্যাচ। চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে থাকা প্রোটিয়ারা এই সিরিজকে গুরুত্বপূর্ণ বলে মনে করবে। আগের একদিবসীয় সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। এই সিরিজের সাহায্যে চলতি বছরের শেষের দিকে একদিনের বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করবে ইংল্যান্ড। ২০২১-এর পর আর কোনও সিরিজ না খেলে দলে ফিরছেন জোফ্রা আর্চার (Jofra Archer)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা একদিনের দল খুবই অপ্রত্যাশিত। এক সিরিজে ভারতকে হারালেও ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরেছে তারা। সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ জিততেই হবে তাদের।
কোথায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে (Mangaung Oval, Bloemfontein)
কোন সময়ে শুরু হবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়।
টিভিতে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ ভারতে সম্প্রচারিত হবে না।
অনলাইনে কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে (FANCODE)।
From @josbuttler vs @AnrichNortje02 to @DavidMillerSA12 vs @CurranSM, it's the Battle of the Best.
Will World Champions @englandcricket douse the @ProteasMenCSA fire? Watch the 3-match ODI series, streaming LIVE on #FanCode ? https://t.co/a7rW7mpRoe
.#SAvENG #SAvENGonFanCode pic.twitter.com/3HBAPKYANe
— FanCode (@FanCode) January 27, 2023