২০২৪ সালের আইসিসি আয়োজিত টি২০ বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2024) ২০তম ম্যাচে আজ(১৫ অক্টোবর) মুখোমুখি হবে ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলা জাতীয় ক্রিকেট দল (England Women National Cricket Team vs West Indies Women National Cricket Team)। দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দুই দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড দল (England Women National Cricket Team), যার তিনটিতেই জয় পেয়েছে তাঁরা। ইতিমধ্যেই গ্রুপ-বি এর শীর্ষে থেকে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছে ইংল্যান্ড দল, তারপরেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের টানা চতুর্থ জয় নিবন্ধন করতে চাইবে তাঁরা।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল (West Indies Women National Cricket Team) এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে ২ ম্যাচে জয় পেলেও একটিতে পরাজয়ের মুখে পড়তে হয়েছে তাঁদের। তাই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় জয় পেতেই হবে ওয়েস্ট ইন্ডিজ দলের।
২০২৪ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে কখন এবং কোথায় ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের মধ্যে খেলা হবে?
২০২৪ আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচটি ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের মধ্যে আজ(১৫ অক্টোবর,মঙ্গলবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময়(IST) সন্ধ্যা ৭.৩০ টায় খেলা হবে।
কখন, কোথায় এবং কিভাবে লাইভ ম্যাচ দেখা যাবে?
ভারতে ২০২৪সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। তাই ক্রিকেট ভক্তরা টিভিতে উপভোগ করতে পারবেন ইংল্যান্ড মহিলা বনাম ওয়েস্ট ইন্ডিজ মহিলাদের মধ্যে ম্যাচ। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে ডিজনি + হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ-স্ট্রিম করা হবে।